সারওরসায়নমন্ত্রক

কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া সারের ঘাটতির জল্পনা নাকচ করে দিয়েছেন

Posted On: 01 NOV 2021 4:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ নভেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া দেশে সারের ঘাটতি নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, সে ব্যাপারে স্পষ্টীকরণ দিয়েছেন। সারের ঘাটতি সম্পর্কে যে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে, তা সরাসরি নাকচ করে দিয়ে মন্ত্রী বলেছেন, তিনি আধিকারিকদের নিয়ে নভেম্বর মাসে দেশে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই পর্যালোচনা করেছেন। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সারের যে চাহিদা রয়েছে, উৎপাদন পরিমাণ তা ছাপিয়ে যাবে। দেশে আলোচ্য মাসে ইউরিয়ার চাহিদা ৪১ লক্ষ মেট্রিক টন, কিন্তু উৎপাদন পরিমাণ দাঁড়াবে ৭৬ লক্ষ মেট্রিক টন। একইভাবে, ডিএপি সারের চাহিদা আনুমানিক ১৭ লক্ষ মেট্রিক টন হলেও উৎপাদন পরিমাণ দাঁড়াবে ১৮ লক্ষ মেট্রিক টন। এমনকি, এনপিকে সারের চাহিদা ১৫ লক্ষ মেট্রিক টনের পরিবর্তে যোগানের পরিমাণ দাঁড়াবে ৩০ লক্ষ মেট্রিক টন। 

ডঃ মান্ডভিয়া কৃষকদের সার মজুত না করে রাখার আহ্বান জানান। তিনি কোনও রকম গুজবে কান না দেওয়ার জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানান। জল্পনাকে রক্ষা কবচ হিসাবে ব্যবহার করে যাঁরা সারের কালো বাজারিতে যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী সতর্ক করে দিয়েছেন।

ডঃ মান্ডভিয়া আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় সরকার দেশে সারের উৎপাদন ও যোগানের বিষয়ে নিরন্তর নজরদারি করছেন। তাই, কৃষকরা যাতে পর্যাপ্ত পরিমাণে উৎকৃষ্ট মানের সার পান, তা সুনিশ্চিত করতে যথপোযুক্ত ব্যবস্থা রয়েছে। 

 

CG/BD/SB



(Release ID: 1768591) Visitor Counter : 153