স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১০৬ কোটি ৩১ লক্ষ ছাড়িয়েছে

Posted On: 01 NOV 2021 10:06AM by PIB Kolkata

নয়াদিল্লী, অক্টোবর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১২ লক্ষ ৭৭ হাজার ৫৪২। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১০৬ কোটি ৩০ লক্ষ ২৪ হাজার ২০৫।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ :

স্বাস্থ্যকর্মী

প্রথমডোজ


 

দ্বিতীয়ডোজ

,০৩,৭৯,১৪১


 

৯২,২৪,৮৮১

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথমডোজ


 

দ্বিতীয়ডোজ

,৮৩,৭১,৭০২


 

,৫৯,৩৩,৫৯৮

 

১৮-৪৪ বছরবয়সী

প্রথমডোজ


 

দ্বিতীয়ডোজ

৪১,৮৯,১৩,৭৪৪


 

১৪,২৪,০৮,৬১০

 

৪৫-৫৯ বছরবয়সী

প্রথমডোজ


 

দ্বিতীয়ডোজ

১৭,৪৯,২৬,৯৩৫


 

,৬৪,৬৬,৮২৩

 

৬০ বছরেরবেশিবয়সী

প্রথমডোজ


 

দ্বিতীয়ডোজ

১০,৯৭,৭৯,৯৫৬


 

,৬৭,১৮,৭৮৫


 

 

মোট

 

,০৬,৩১,২৪,২০৫

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৭১৮ জন। এরফলে মহামারীর শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভ করেছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৬৮ হাজার ৫৬০ জন।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২০ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে গত ১২৭ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৪ জন। দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৯৮ হাজার ৮১৭, যা গত ২৪৮ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৪৬ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে তেমনই গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৮১ হাজার ৩৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরফলে সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬০ কোটি ৯২ লক্ষ ১ হাজার ২৯৪-এ দাঁড়িয়েছে।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে অন্যদিকে তখন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.১৭ শতাংশ, যা গত ৩৮ দিনে ২ শতাংশের নীচে। একইভাবে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৪২ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ২৮ দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ৬৩ দিন ৩ শতাংশের নীচে।


CG/ SS/NS


(Release ID: 1768571) Visitor Counter : 172