নির্বাচনকমিশন

পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে রাজ্যসভায় উপনির্বাচন

Posted On: 31 OCT 2021 12:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ অক্টোবর, ২০২১

 

পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে রাজ্যসভায় দুটি শূন্য আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য শ্রীমতী অর্পিতা ঘোষ এবং কেরালা থেকে শ্রী জোশ কে মণি ইস্তফা দেওয়ায় এই দুটি সদস্য পদ শূন্য হয়। নির্বাচন কমিশন এই দুটি শূন্য পদে উপনির্বাচনের জন্য আগামী ৯ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করবে। কমিশনের তরফে গত ২৮ মে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, দেশে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের দরুণ সিদ্ধান্ত হয়েছে যে, এই পরিস্থিতিতে উপনির্বাচন আদৌ যুক্তিযুক্ত নয়। এরপর, কমিশন পরিস্থিতির পর্যালোচনা করে এবং সব দিক খতিয়ে দেখে কেরালার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার শূন্য পদে উপনর্বাচনের সিদ্ধান্ত নেয়।

সেই অনুযায়ী, রাজ্যসভার ওই দুটি শূন্য পদে উপনির্বাচনের জন্য আগামী ৯ নভেম্বর বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ নভেম্বর। জমাপড়া মনোনয়নপত্রগুলি ১৭ নভেম্বর খতিয়ে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন স্থির হয়েছে ২২ নভেম্বর। ভোট নেওয়া হবে আগামী ২৯ নভেম্বর। ভোট গ্রহণের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টে। সেদিনই বিকেল ৫টা থেকে ভোট গণনা করা হবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী পয়লা ডিসেম্বরের মধ্যে যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে।

এদিকে, এই দুই রাজ্যের মুখ্যসচিবদের কমিশনের পক্ষ থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, যাবতীয় কোভিড-১৯ বিধি বলবত করে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করার জন্য একজন উচ্চপদস্থ আধিকারিককে নিয়োগ করতে হবে।  


CG/BD/AS/



(Release ID: 1768269) Visitor Counter : 135