স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে ক্রমবর্ধমান ভাবে এ পর্যন্ত ১০৪.৮২ কোটি করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে


গত ২৪ ঘন্টায় ৭৪ লক্ষেরও বেশি টিকা দেওয়া হয়েছে

আরোগ্যের হার বর্তমানে হয়েছে ৯৮.১৯ শতাংশ

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৪৮

ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ১,৬১,৩৩৪

সাপ্তাহিক ভাবে আক্রান্তের হার (১.১৮%) বিগত ৩৫ দিন ধরে যা ২ শতাংশের নিচে

Posted On: 29 OCT 2021 10:03AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ অক্টোবর, ২০২১

 

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ১০৪.৮২ কোটি অতিক্রম করেছে।
গত ২৪ ঘন্টায় ৭৪ লক্ষ ৩৩ হাজার ৩৯২ জনকে টিকা দেওয়া হয়েছে।
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ১০৪ কোটি ৮২ লক্ষ ৯৬৬ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ সকাল ৭ টা পর্যন্ত এই রিপোর্ট পাওয়া গেছে।
এদিকে আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে-
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৩ লক্ষ ৭৮ হাজার ৭৫৩ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৯১ লক্ষ ৯৬ হাজার ০০০ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৩ লক্ষ ৭১ হাজার ০৩৫ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ৫৮ লক্ষ ৬০  হাজার ০৮৮ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৪১ কোটি ৪৭ লক্ষ ৩১ হাজার ৬৪১ জন প্রথম ডোজ এবং ১৩ কোটি ৬৪ লক্ষ ৯৫ হাজার ০৭৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ১৭ কোটি ৩৮ লক্ষ ১৯ হাজার ২৩৭ জন প্রথম ডোজ এবং ৯ কোটি ৪৫ লক্ষ ২১ হাজার ১৫৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ১০ কোটি ৯১ লক্ষ ৪৫ হাজার ০৭৬ জন প্রথম ডোজ পেয়েছেন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৬ লক্ষ ৮২ হাজার ৯০৩ জন।
অর্থাৎ মোট ১০৪ কোটি ৮২ লক্ষ ৯৬৬ জন টিকার ডোজ পেয়েছেন।
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে। এই অভিযানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার বদ্ধপরিকর।
গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ১৩ হাজার ১৯৮ জন রোগী আরোগ্য হয়ে উঠেছেন।
করোনার জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি, ৩৬ লক্ষ, ২৭ হাজার ৬৩২ জন আরোগ্য হয়ে উঠেছেন। আরোগ্যের হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৮.১৯ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৩৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বিগত ১২৪ দিন ধরে দৈনিক আক্রান্তের হার ৫০ হাজারের নিচে রয়েছে। এজন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৩৩৪। অর্থাৎ যা বর্তমানে ০.৪৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ১২,৮৪,৫৫২ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৬০ কোটি ৫৮ লক্ষ ৮৫ হাজার ৭৬৯ টি নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ১.১৮ শতাংশ। যা বিগত ৩৫ দিন ধরে ২ শতাংশের নিচে। দৈনিক ভিত্তিতে এই হার আজ ১.১২ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ২৫ দিন ধরে ২ শতাংশের নিচে রয়েছে। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে এই আক্রান্তের হার গত ৬০ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে।

 

CG/ SB



(Release ID: 1767679) Visitor Counter : 179