প্রতিরক্ষামন্ত্রক
বাংলাদেশের নৌ সেনা প্রধান পশ্চিম নৌ ঘাঁটির সদর দফতর পরিদর্শন করেছেন
Posted On:
28 OCT 2021 2:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২১
বাংলাদেশের নৌ সেনা প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল মুম্বাইয়ে পশ্চিম নৌ সেনা ঘাঁটির সদর দফতর পরিদর্শন করেছন। তিনি পশ্চিম নৌ সেনা ঘাঁটির ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল আর হরি কুমারের সঙ্গেও মত বিনিময় করেন। উল্লেখ্য, চলতি মাসের ২২ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নৌ সেনা প্রধান ভারত সফরে এসেছেন। ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী উৎযাপনের অঙ্গ হিসেবেই সেদেশের নৌ সেনা প্রধানের এই ভারত সফর।
বাংলাদেশের নৌ সেনা প্রধান এবং ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার দুই দেশের মধ্যে কৌশলগত অঙ্গ হিসেবে নৌ মহড়া, প্রশিক্ষণ, সন্ত্রাস বিরোধী অভিযানে সহযোগিতা সহ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে এক সংস্কৃতিক মেলবন্ধন রয়েছে। ১৯৭১ সালের যুদ্ধে ভারত নানান দিক থেকে বাংলাদেশকে সাহায্য করেছিল। এই সহযোগিতার বিষয় নিয়ে আজও উভয় দেশের মানুষ অত্যন্ত গর্ব অনুভব করেন। এই মত বিনিময় কালে বাংলাদেশের নৌ সেনা প্রধান জানান, সেদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতীয়রা উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন। আগামী বছর বাংলাদেশে আন্তর্জাতিক নৌ মহড়া আয়োজনের বিষয় নিয়েও উভয়ের মধ্যে আলোচনা হয়। উল্লেখ্য, বাংলাদেশের নৌ সেনা প্রধান কোচির অ্যান্টি সাবমেরিন ওয়্যারফেয়ার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। দুই দেশের নৌ বাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সহযোগিতার জন্য বাংলাদেশের নৌ সেনা প্রধান অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আগামী দিনেও দুই নৌ বাহিনীর কর্মীদের নিয়ে বিশেষ অভিযান ও প্রশিক্ষণ চালানো হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। এই সফরে বাংলাদেশের নৌ সেনা প্রধানের সঙ্গে তাঁর স্ত্রীও উপস্থিত রয়েছেন।
CG/SS/SKD/
(Release ID: 1767663)
Visitor Counter : 142