নির্বাচনকমিশন

রাষ্ট্রপতি নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র ২১-২৫ অক্টোবর উজবেকিস্তান সফর করেন

Posted On: 28 OCT 2021 11:16AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২১

 

উজবেকিস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যানের আমন্ত্রণে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্রের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল উজবেকিস্তান সফর করেন। তাঁরা ২৪ অক্টোবর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন। নতুন নির্বাচনী বিধি অনুযায়ী, এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নির্বাচনের ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল।

উজবেকিস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মিঃ জাইনিদ্দিন এম নিজামখোদজিয়েভের সঙ্গে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের ২১ অক্টোবর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রী চন্দ্র উজবেকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করায় তিনি তাঁকে ধন্যবাদ জানান। মিঃ নিজামখোদজিয়েভ এবারের নির্বাচনে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন। ভারতীয় প্রতিনিধিদলটি সপ্তম এবং চতুর্দশ জেলা নির্বাচন কমিশনের নির্বাচনী প্রক্রিয়া প্রত্যক্ষ করে।

শ্রী সুশীল চন্দ্র উজবেকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতীয় দূতাবাসে আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং রাষ্ট্রদূত শ্রী মণীষ প্রভাত তাঁকে বৈদ্যুতিন পদ্ধতিতে পোস্টাল ব্যালট ব্যবস্থার হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে জানান। শ্রী চন্দ্র তাসখন্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

 

CG/CB/SB



(Release ID: 1767245) Visitor Counter : 121