স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১০৩ কোটি ৫৩ লক্ষ ছাড়িয়েছে


জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.১৯ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৫১

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৬১, যা ২৪২ দিনে সর্বনিম্ন

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.২২ শতাংশ, যা গত ৩৩ দিন ২ শতাংশের নীচে

Posted On: 27 OCT 2021 9:34AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৫ লক্ষ ৮৯ হাজার ১২৪। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১০৩ কোটি ৫৩ লক্ষ ২৫ হাজার ৫৭৭।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৭৮,৪৩৭

 

৯১,৭১,৭২৫

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৭০,০৮৮

 

,৫৭,৯২,৬০৬

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৪১,১২,০৬,৩৫৪

 

১৩,১২,৬৫,৫৩৫

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৭,২৯,৭১,০০২

 

,২৮,০১,৪৫৯

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১০,৮৬,৩১,৮৪৪

 

,৪৭,৩৬,৫২৭

 

মোট

 

,০৩,৫৩,২৫,৫৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ২১ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৭ হাজার ৩৩৯।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.১৯ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ১২২ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৫১ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে নেমে বর্তমানে ১ লক্ষ ৬২ হাজার ৬৬১ হয়েছে, যা গত ২৪২ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৪৮ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ লক্ষ ৫ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬০ কোটি ৩২ লক্ষ ৭ হাজার ৫০৫টি।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.২২ শতাংশ, যা গত ৩৩ দিন ২ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.০৩ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ২৩ দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ৫৮ দিন ৩ শতাংশের নীচে।

 

CG/BD/SB



(Release ID: 1766922) Visitor Counter : 165