প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

দ্বিতীয় সেনা কমান্ডার্স সম্মেলন ২০২১

Posted On: 24 OCT 2021 12:46PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৪ অক্টোবর, ২০২১
 
 
নতুন দিল্লিতে আগামীকাল (২৫ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় সেনা কমান্ডার্স সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সেনা কমান্ডারদের এই সম্মেলন হলো একটি শীর্ষস্তরীয় দ্বিবার্ষিক অনুষ্ঠান, যা প্রতি বছর এপ্রিল এবং অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর জন্য যেসমস্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করা হয় সেগুলিকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অন্যতম প্ল্যাটফর্ম হলো এই সম্মেলন। ভারতীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এই সম্মেলন অন্যতম মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে থাকে। ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সামরিক বিষয়ক বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করার জন্য এই সম্মেলন একটি আনুষ্ঠানিক মঞ্চ হিসেবে কাজ করে। 
 
কোভিড-১৯ মহামারীর জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্তের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর জন্য ভবিষ্যতের পথ নির্ধারণে বর্তমান/ উদীয়মান নিরাপত্তা সংক্রান্ত ও প্রশাসনিক বিষয়গুলির ওপর ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ববৃন্দ এই সম্মেলনে আলোচনা করবেন। 
 
এই সম্মেলন চলাকালীন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সেনা কমান্ডারদের সঙ্গে মত বিনিময় করবেন এবং সম্মেলনে ভাষণ দেবেন। চিফ অফ ডিফেন্স স্টাফ এবং ভারতীয় নৌ ও বায়ু সেনার প্রধানেরও এই সম্মেলনে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। 
 
 
CG/SS/SKD/

(Release ID: 1766191) Visitor Counter : 183