স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির টিকাকরণ পরিস্থিতির পর্যালোচনা করেছে

Posted On: 23 OCT 2021 6:43PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩  অক্টোবর, ২০২১
 
কোভিড-১৯ টিকাকরণ অভিযানে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য সচিব ও জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টরদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। আলোচনায় দেশজুড়ে টিকাকরণ অভিযানের গতি বাড়াতে এবং দ্বিতীয় ডোজ সকলে যাতে সঠিকভাবে পান তা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে। ২১ অক্টোবর টিকাকরণ অভিযানে ১০০ কোটি ডোজ দেওয়ার সাফল্য অর্জনের প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
 
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলেছেন, এখনও অনেক সুবিধাভোগী টিকার দ্বিতীয় ডোজ পাননি। যারা দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন তারা যাতে সঠিক সময়ে টিকা পান তা নিশ্চিত করতে তিনি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। এ বছরের মধ্যে যোগ্য ব্যক্তিরা সকলে যাতে টিকা পান তা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে টিকাকরণ অভিযান ত্বরান্বিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এ পর্যন্ত দেশে যোগ্য নাগরিকদের মধ্যে ৭৬ শতাংশ অর্থাৎ ৭১ কোটি ২৪ লক্ষ মানুষ প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছে ৩০ কোটি ৬ লক্ষ মানুষ- যা মোট জনসংখ্যার ৩২ শতাংশ। কোউইন প্ল্যাটফর্মে টিকা কেন্দ্রগুলির বিষয়ে সমস্ত তথ্য রয়েছে। এই প্ল্যাটফর্মের সাহায্যে জেলাস্তরে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করতে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে । 
  
যেসব জেলায় টিকাকরণ কম হয়েছে সেগুলিকে চিহ্নিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে টিকাকরণ অভিযানে গতি আনতে অতিরিক্ত কেন্দ্র খোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সকলে যাতে যথাযথ সময়ে দ্বিতীয় ডোজ পান তার জন্য ভালো কৌশলগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 
বৈঠকে অতিরিক্ত স্বাস্থ্য সচিব ডাঃ মনোহর আগনানি, স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজ্যের প্রধান স্বাস্থ্য সচিব, অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) এবং পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
 
 
 
CG/CB/NS


(Release ID: 1766044) Visitor Counter : 119