যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

কেন্দ্রীয় সরকার ভারতীয় টেলিগ্রাফ অধিকার (সংশোধন) আইন ২০২১ সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে


ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার জন্য অধিকারের অনুমতি আদায় সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা হয়েছে

Posted On: 22 OCT 2021 4:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ অক্টোবর, ২০২১
 
 
ভারতীয় টেলিগ্রাফ অধিকার (সংশোধন) আইন ২০২১ গতকাল (শুক্রবার) বিজ্ঞপ্তি দিয়ে জারি করা হয়েছে। এই আইনে নামমাত্র ক্ষতিপূরণ এবং অভিন্ন পদ্ধতি সম্পর্কিত বিধি-নিষেধগুলি অন্তর্ভুক্ত করার সংস্থান রয়েছে। ওভার গ্রাউন্ট বা ভূগর্ভস্থ টেলিগ্রাফ লাইন স্থাপনের জন্য এককালীন ক্ষতিপূরণের পরিমাণ প্রতি কিলোমিটারে সর্বোচ্চ এক হাজার টাকা করা হয়েছে। এজন্য রাইট অফ ওয়ে বা অধিকার সম্পর্কিত আবেদনের নথিপত্র যাচাই প্রক্রিয়া সহজ করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক মাশুল ও ভূগর্ভস্থ টেলিগ্রাফ লাইন স্থাপনের মাশুল বাদে এই লাইন রক্ষণাবেক্ষণ, পরিচালনা, ট্রান্সফার বা স্থানান্তরণের ক্ষেত্রে কোন মাশুল লাগবে না।
 
ভারতীয় টেলিগ্রাফ আইনে সংশোধনের ফলে সারা দেশে ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলা ও এধরণের পরিকাঠামোর প্রসারে অধিকার সম্পর্কিত অনুমোদন নেওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠবে। সারা দেশ ব্যাপী এক শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলে গ্রাম ও শহর এবং ধনী ও দরিদ্রের মধ্যে ডিজিটাল ফারাক মেটানো হবে; ই-প্রশাসন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া আরও সম্প্রসারিত হবে; সহজে ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে উঠবে; সাধারণ মানুষ ও শিল্প সংস্থাগুলির প্রয়োজনীয়  তথ্য ও যোগাযোগের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এমনকি, ডিজিটাল অর্থনীতিতে ভারতের রূপান্তরণের পরিকল্পনা এবং সমাজ ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগের স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব হবে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1765999) Visitor Counter : 198