স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১০১ কোটি ৩০ লক্ষ ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় ৬৮ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
বর্তমানে সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৩২৬
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮, যা ২৩৩ দিনে সর্বনিম্ন
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.২৪ শতাংশ, যা গত ২৯ দিন ২ শতাংশের নীচে

Posted On: 23 OCT 2021 9:55AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২১


দেশে গত ২৪ ঘন্টায় ৬৮ লক্ষ ৪৮ হাজার ৪১৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১০১ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ৪১১

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৩,৭৮,০০৪

দ্বিতীয় ডোজ

৯১,৩২,০৫৫

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৩,৬৯,০১২

দ্বিতীয় ডোজ

,৫৬,৭৩,৩৭৫

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৪০,৪৩,৮৮,৭১৪

দ্বিতীয় ডোজ

১২,২৬,৫৪,৩২৯

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৭,১২,৪২,৩৬১

দ্বিতীয় ডোজ

,৯৯,১৪,৭৮৮

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১০,৭৭,০১,০৩৪

দ্বিতীয় ডোজ

,৩২,৪০,৫০৮

মোট

,০১,৩০,২৮,৪১১


দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৬৭৭ জন। এর ফলে, মহামারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ১২৬

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.১৬ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এযাবৎ সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লাগাতার সমন্বয় মূলক প্রয়াসের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ১১৮ দিন ৫০ হাজারের নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৩২৬

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নিচে নেমে বর্তমানে ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮ হয়েছে, যা ২৩৩ দিনে সর্বনিম্নএরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ০.৫১ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্ব নিম্ন।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১৩ লক্ষ ৬৪ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৫৯ কোটি ৮৪ লক্ষ ৩১ হাজার ১৬২

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.২৪ শতাংশ, যা গত ২৯ দিন ২ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.২০ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ১৯ দিন ২ শতাংশের নীচে এবং ৫৪ দিন ৩ শতাংশের নিচে রয়েছে


CG/BD/AS/



(Release ID: 1765998) Visitor Counter : 134