প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা মন্ত্রী মিলিটারি ইঞ্জিনিয়ারিং পরিষেবার জন্য ওয়েব ভিত্তিক প্রকল্প পর্যবেক্ষণ পোর্টাল-এর সূচনা করেছেন

Posted On: 20 OCT 2021 2:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২১
 
 
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস(এমইএস)-এর জন্য ওয়েব ভিত্তিক প্রকল্প পর্যবেক্ষণ পোর্টালের সূচনা করেছেন । কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনের আওতায় এই পোর্টালটি তৈরি করা হয়েছে । ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিয়ো-ইনফরমেটিক্স এই পোর্টালটি তৈরি করেছে । প্রকল্পের কাজ পর্যবেক্ষণের জন্য এই প্রথম এধরণের পোর্টাল চালু করা হয়েছে । এখানে সমস্ত প্রকল্পের কাজ ওয়েব মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হবে । কাজের গতি প্রকৃতি সম্পর্কে সঠিক তথ্য সময় মতো জানতে পারা যাবে । 
 
প্রতিরক্ষা মন্ত্রী এই পোর্টাল চালু এবং প্রকল্পের সমস্ত কাজ ওয়েব ভিত্তিক পর্যবেক্ষণের সুবিধার জন্য বিশেষ প্রশংসা করেন । ডিজিটাল ইন্ডিয়া মিশনকে এগিয়ে নিয়ে যেতে এবং সেনা বাহিনীতে পরিকাঠামো গত উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে । মূলত উঁচু আবাসন নির্মাণ, অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল নির্মাণ, বেশ কয়েকটি রানওয়ের পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ সহ নানান ক্ষেত্রে এমইএস দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পোর্টালটি ব্যবহার করবে । এদিন সূচনা অনুষ্ঠানে চিফ অফ ডিফেন্স স্টাফ ও সামরিক বিষয়ক দফতরের সচিব জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান মনোজ এম নারাভানে, বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী, প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । 
 
 
CG/SS/RAB


(Release ID: 1765287) Visitor Counter : 142