স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে কোভিড টিকাকরণের অগ্রগতি নিয়ে পর্যালোচনায় স্বাস্থ্য মন্ত্রক


টিকার ডোজের পর্যাপ্ত যোগানের প্রেক্ষিতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দ্বিতীয় ডোজ দেওয়ার ওপর অগ্রাধিকার দিতে পরামর্শ

বিদেশ সফরের জন্য নতুন নীতি-নির্দেশিকা প্রণয়নে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে মতামত আহ্বান

Posted On: 19 OCT 2021 11:23AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২১
 
 
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য সচিবদের সঙ্গে কোভিড-১৯ টিকাকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। উল্লেখ করা যেতে পারে, বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১৬ জানুয়ারি।
 
খুব শীঘ্রই দেশ ১০০ কোটি ডোজ টিকাকরণের লক্ষ্য পূরণ করতে চলেছে বলে উল্লেখ করে স্বাস্থ্য সচিব টিকাকরণের হার বাড়ানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রয়াসের প্রশংসা করেন। তিনি জানান, এখনও এমন অনেক টিকাগ্রহীতা রয়েছেন যাঁরা দ্বিতীয় ডোজ পাননি। এই প্রসঙ্গে শ্রী ভূষণ রাজ্যগুলিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। 
 
এই পর্যালোচনা বৈঠকে আরও বলা হয়, অনেক রাজ্যের কাছে পর্যাপ্ত পরিমাণে টিকার ডোজ রয়েছে যা টিকার দ্বিতীয় ডোজের জন্য ব্যবহার করা যেতে পারে। কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পর্যাপ্ত পরিমাণে টিকার ডোজ সরবরাহে প্রস্তুত, যাতে তারা দ্রুততার সঙ্গে দ্বিতীয় ডোজ টিকাকরণ সম্পূর্ণ করতে পারে। এই লক্ষ্য পূরণে শ্রী ভূষণ টিকাকরণ অভিযানের গতি ও পরিধি আরও সম্প্রসারণের ওপর জোর দেন।
 
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়ে বলা হয়েছে, যে জেলাগুলিতে টিকাকরণের হার এখনও কম, সেগুলিকে চিহ্নিত করে টিকাকরণের হার বাড়াতে অগ্রাধিকার দিতে। সেজন্য যাবতীয় স্থানীয় সমস্যা এবং প্রয়োজনীয় সম্পদের যোগান সুনিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে প্রয়োজনসাপেক্ষে অতিরিক্ত কোভিড টিকাকরণ কেন্দ্র চালু করার কথাও শ্রী ভূষণ উল্লেখ করেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কিভাবে দ্বিতীয় ডোজ টিকাকরণের হার বাড়ানো যেতে পারে সে সম্পর্কে তাদের রণকৌশল কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভাগ করে নেওয়ার পরামর্শও দেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
 
বিদেশ সফরের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রক গত এক বছরে একাধিক আদর্শ কার্যপরিচালন বিধি জারি করেছে। এখন এই নীতি-নির্দেশিকা পর্যালোচনার সময় এসেছে। এ বিষয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক, অভিবাসন দপ্তর, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও এ বিষয়ে তাদের মতামত বা পরামর্শ জানানোর অনুরোধ করা হয়েছে। 
 
এই পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ মনোহর অগনানি, যুগ্ম সচিব শ্রী লব আগরওয়াল সহ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য বিষয়ক মুখ্য সচিব ও অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন। 
 
 
CG/BD/DM/


(Release ID: 1764991) Visitor Counter : 154