অর্থমন্ত্রক

আয়কর দপ্তর ডিজিটাল বিপনন এবং বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দুটি ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়েছে

Posted On: 17 OCT 2021 11:54AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ অক্টোবর, ২০২১

 

আয়কর দপ্তর গত ১২ অক্টোবর একাধিক রাজ্যে দুটি ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায়। এর মধ্যে একটি ব্যবসায়িক গোষ্ঠী ডিজিটাল বিপনন এবং অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত। এই ব্যবসায়িক গোষ্ঠীর ৪টি জায়গায় মোট ৭টি কার্যালয় ও ভবনে অভিযান চালানো হয়। এই অভিযান থেকে আয়কর দপ্তর বেআইনি কাজকর্মে যুক্ত থাকার একাধিক প্রমাণ পেয়েছে। এছাড়াও, এই ব্যবসায়িক গোষ্ঠীটি হাওলা চ্যানেলের মাধ্যমে হিসাব বহির্ভূত নগদ অর্থ লেনদেন করেছে বলে জানা গেছে। 

এছাড়াও এই ব্যবসায়িক গোষ্ঠীটি রাজস্বের পরিমাণ কম দেখিয়ে বেহিসেবি ব্যয় করেছে বলে প্রমাণ মিলেছে। হিসেব বহির্ভূত মাশুল মেটানোর একাধিক ঘটনায় এই ব্যবসায়িক গোষ্ঠীটি যুক্ত ছিল। এমনকি, এই সংস্থার ডায়রেক্টরদের ব্যক্তিগত খরচকেও ব্যবসায়িক লেনদেন হিসেবে দেখানো হয়েছে। আয়কর দপ্তর জানতে পেরেছে যে, এই গোষ্ঠীর ডায়রেক্টর ও তাদের পরিবারের সদস্যরা কর্মচারী ও এন্ট্রি প্রোভাইডারদের নামে বিলাসবহুল গাড়ি ক্রয় করেছে। 

আয়কর দপ্তর দ্বিতীয় যে, সংস্থাটির বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায় সেটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। এই সংস্থাটি বিভিন্ন পুরসভার সঙ্গে যুক্ত হয়ে বর্জ্য সংগ্রহ, পরিবহণ, বর্জ্য প্রক্রিয়াকরণ ও তার বিনষ্টকরণের কাজ করে থাকে। অভিযানের সময় আয়কর দপ্তর একাধিক অবৈধ নথিপত্র, ভুয়ো নথি ও ডিজিটাল প্রমাণ পেয়েছে। ভুয়ো খরচের একাধিক বিল পাওয়া গেছে। সংস্থাটি এই খাতে প্রায় ৭০ কোটি টাকা খরচ করেছে বলে প্রমাণ মিলেছে। এছাড়াও, তল্লাশি অভিযানের সময় সম্পত্তি খাতে প্রায় ৭ কোটি টাকা বেহিসেবি বিনিয়োগ করেছে বলে জানা গেছে। আয়কর দপ্তর তল্লাশি অভিযানের সময় নগদ ১ কোটি ৯৫ লক্ষ টাকা এবং ৬৫ লক্ষ টাকার রত্নালঙ্কার বাজেয়াপ্ত করেছে। 

এই দুই ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সমগ্র ঘটনার তদন্ত চলছে।  

 

CG/BD/AS/



(Release ID: 1764591) Visitor Counter : 141