অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

আয়কর দপ্তর মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১৮৪ কোটি টাকার বেশি হিসাব বহির্ভূত আয়ের সন্ধান পয়েছে

Posted On: 15 OCT 2021 3:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ই অক্টোবর, ২০২১

 

আয়কর দপ্তর মুম্বাইয়ের দুটি রিয়েল এস্টেট গ্রুপ এবং কয়েক জন ব্যক্তির বাড়ি ও দপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছে। মুম্বাই, পুণে, বারামতি, গোয়া ও জয়পুরে প্রায় ৭০টি জায়গায় ৭ই অক্টোবর থেকে তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশির সময় পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেখা গেছে, ঐ দুটি বাণিজ্যিক সংস্থার ১৮৪ কোটি টাকা হিসাব বহির্ভূত আয় করেছে। এক্ষেত্রে বেনামী লেনদেনের প্রমাণ পাওয়া গেছে এবং যথাযথ নথিপত্র পাওয়া যায় নি। তল্লাশির সময় বেশ কিছু সন্দেহজনক অর্থ হস্তান্তর, ভুয়ো শেয়ারের প্রিমিয়াম দেওয়া, ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু সন্দেহজনক নথি পাওয়া এবং  অস্বচ্ছ লেনদেনের খোঁজ পাওয়া গেছে। মহারাষ্ট্রের একটি প্রভাবশালী পরিবার এই আর্থিক অনিয়মে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। এই অর্থের সাহায্যে মুম্বাইয়ে একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে অফিস, দিল্লির অভিজাত অঞ্চলে ফ্ল্যাট, গোয়ায় রিসর্ট, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে কৃষি জমি কেনার পাশাপাশি চিনি কলে বিনিয়োগ করা হয়েছে। এই সম্পত্তিগুলির মোট পরিমাণ ১৭০ কোটি টাকা। এছাড়াও হিসাব বহির্ভূত ২ কোটি ১৩ লক্ষ টাকা নগদ এবং ৪ কোটি ৩২ লক্ষ টাকার অলঙ্কার পাওয়া গেছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে।

 

CG/CB/SFS


(Release ID: 1764250) Visitor Counter : 172