ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (বিআইএস) বিশ্ব মানক দিবস উদযাপন করেছে

प्रविष्टि तिथि: 14 OCT 2021 2:41PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৪ অক্টোবর, ২০২১

 

বিশ্ব মানক দিবস উপলক্ষে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (বিআইএস) আজ এক অনুষ্ঠানের আয়োজন করেছে। নতুন দিল্লিতে বিআইএস-এর সদর দপ্তরে ‘আরও উন্নত বিশ্বের জন্য দৃষ্টিভঙ্গী ভাগ করে নেওয়া’ শীর্ষক বিষয়ের ওপর সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পৌরহিত্য করেন ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি দেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রের গুরুত্ব এবং এই ক্ষেত্রের মান বজায় রাখার মাধ্যমে কিভাবে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে স্থান দখল করা যায় তার ওপর জোর দেন। মহামারীর পরিপ্রেক্ষিতে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণের প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা এবং আরও ভালো মানক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। 

অনুষ্ঠানে ক্রেতা বিষয়ক দপ্তরের সচিব শ্রীমতী লীনা নন্দন রাষ্ট্রসঙ্ঘের সকল সদস্য দেশের গৃহীত ১৭টি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং সেগুলির প্রতি ভারতের প্রতিশ্রুতি পূরণের বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানে ক্রেতা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব শ্রীমতী নিধি খারে মানকের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন। বিআইএস-এর মহানির্দেশক শ্রী প্রমোদ কুমার তিওয়ারি, অতিরিক্ত মহানির্দেশক শ্রীমতী মমতা উপাধ্যায় লাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

CG/SS/SKD/


(रिलीज़ आईडी: 1764028) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Tamil , Kannada