প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

আমেরিকার আলাস্কায় এলমেনডর্ফ-রিচার্ডসন যৌথ ঘাঁটিতে আয়োজিত ভারত-মার্কিন ১৭ তম যৌথ সামরিক মহড়া “যুদ্ধ অভ্যাস ২০২১-এর অনুশীলন” –এ অংশ নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল রওনা হয়েছে

प्रविष्टि तिथि: 14 OCT 2021 10:10AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৪ অক্টোবর, ২০২১

 

আমেরিকার আলাস্কায় এলমেনডর্ফ-রিচার্ডসন যৌথ ঘাঁটিতে আয়োজিত ভারত-মার্কিন ১৭ তম যৌথ সামরিক মহড়া “যুদ্ধ অভ্যাস ২০২১-এর অনুশীলন” –এ অংশ নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল রওনা হয়েছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অঙ্গ হিসেবে ১৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই মহড়ার আয়োজন করা হয়েছে। ভারতীয় দলে ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন গ্রুপে ৩৫০ জন সেনা রয়েছেন। যুদ্ধ অভ্যাস মহড়া হলো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতার এক অন্যতম দিক। এই যৌথ মহড়ার ১৭ তম সংস্ককরণ এবার আমেরিকায় আয়োজিত হচ্ছে। এর আগের মহড়াটি চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের বিকানিরে আয়োজিত হয়েছিল। এই মহড়া দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহড়ার মূল লক্ষ্যই হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং কৌশল বিকাশ করা। এবারের এই যৌথ মহড়াটি এক ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, কারণ হিম শীতল পরিবেশে অস্ত্র চালানো, কৌশলগত প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে দুই দেশের সেনাবাহিনী অভ্যাস করবে। 

 

CG/SS/SKD/


(रिलीज़ आईडी: 1764022) आगंतुक पटल : 416
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Malayalam