রেলমন্ত্রক

ভারতীয় রেল তাদের দক্ষিণ-মধ্য রেলে এই প্রথম দুটি দূরপাল্লার দীর্ঘতম মালবাহী ট্রেন 'ত্রিশূল' এবং 'গরুড়' সফলভাবে চালু করেছে

Posted On: 10 OCT 2021 11:39AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ অক্টোবর, ২০২১

 

ভারতীয় রেল তাদের দক্ষিণ-মধ্য রেলে এই প্রথম দুটি দূরপাল্লার দীর্ঘতম মালবাহী ট্রেন 'ত্রিশূল' এবং 'গরুড়' সফলভাবে চালু করতে সক্ষম হয়েছে।

এই ট্রেন গুলি যা স্বাভাবিক মালবাহী ট্রেনের তুলনায় দ্বিগুণ অথবা একাধিক গুণ বড়, পণ্য পরিবহনের ক্ষেত্রে অনেক সুবিধাজনক।

দক্ষিণ মধ্য রেলের দীর্ঘতম পণ্য পরিবাহী 'ত্রিশূল' তিনটি মালবাহী ট্রেন অর্থাৎ ১৭৭ টি ওয়াগন নিয়ে গঠিত। এই ট্রেনটি বিজয়ওয়াড়া ডিভিশনের কোন্দাপল্লি স্টেশন থেকে গত ৭ অক্টোবর যাত্রা শুরু করে এবং তা পূর্ব- উপকূলের খুরদা ডিভিশনের যায়।

আরও একটি পণ্যবাহী ট্রেন 'গড়ুর' গত ৮ অক্টোবর গুন্টাকল ডিভিশনের রাইচুর থেকে যাত্রা শুরু করে সেকেন্দ্রাবাদ ডিভিশনের মানুগুরু পর্যন্ত যায়। দুটি ক্ষেত্রেই লম্বা ট্রেন গুলি প্রধানত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে যাওয়ার জন্য  তৈরি করা হয়েছে।

দক্ষিণ- মধ্য রেল ভারতের পাঁচটি প্রধান পণ্য পরিবাহী রেল রুট গুলির মধ্যে অন্যতম। এর মধ্যে রয়েছে বিশাখাপত্তনম- বিজয়ওয়াড়া- গুডুর- রানীগুন্টা, বালারসা- কাজিপেট- বিজয়ওয়াড়া, কাজিপেট- সেকেন্দ্রাবাদ- ওয়াদি, বিজয়ওয়াড়া- গুন্টুর- গুন্টাকাল শাখা।

এই শাখাগুলিতে দক্ষিণ- মধ্য রেল প্রচুর পরিমাণে পণ্য পরিবহন করে।

পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারতীয় রেল

যানজট পূর্ণ রুটে দ্রুত ট্রেন চালানোর মাধ্যমে তাদের পরিষেবা প্রদান করতে চেষ্টা করছে।

 

CG/ SB



(Release ID: 1762745) Visitor Counter : 188