স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৯৪ কোটির মাইলফলক ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় ৬৬ লক্ষ ৮৫ হাজারের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
বর্তমানে সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৬৬
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৯৭১, যা মোট আক্রান্তের ০.৬৮ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৫৭ শতাংশ, যা গত ১০৭ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 10 OCT 2021 9:28AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ অক্টোবর, ২০২১


দেশে গত ২৪ ঘন্টায় ৬৬ লক্ষ ৮৫ হাজার ৪১৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ৯৪ কোটি ৭০ লক্ষ ১০ হাজার ১৭৫।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৩,৭৫,১১১

দ্বিতীয় ডোজ

৯০,০৯,২১৭

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৩,৫৮,৫৪২

দ্বিতীয় ডোজ

,৫৩,২২,২৯০

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৩৮,২৫,৪০,০৫৬

দ্বিতীয় ডোজ

১০,০৩,৯২,৯৪০

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৬,৫০,১৪,৭২৭

দ্বিতীয় ডোজ

,২৫,২২,৪৭০

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১০,৪২,২৭,৭২২

দ্বিতীয় ডোজ

,৯২,৪৭,১০০

মোট

৯৪,৭০,১০,১৭৫

দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২৩ হাজার ৬২৪ জন। এর ফলে, মহামারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৯১৫।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৯৯ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এযাবৎ সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লাগাতার সমন্বয় মূলক প্রয়াসের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ১০৫ দিন ৫০ হাজারের নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৬৬, যা ২১৪ দিনে সর্বনিম্ন।

দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ৩০ হাজার ৯৭১, যা ২০৮ দিনে সর্বনিম্নএরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ০.৬৮ শতাংশ

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষ ৮৩ হাজার ২১২টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৫৮ কোটি ২৫ লক্ষ ৯৫ হাজার ৬৯৩

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৫৭ শতাংশ, যা গত ১০৭ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৪২ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৪১ দিন ৩ শতাংশের নীচে এবং ১২৪ দিন ৫ শতাংশের নিচে রয়েছে


CG/BD/AS/



(Release ID: 1762672) Visitor Counter : 169