বিদ্যুৎমন্ত্রক

বাজার ভিত্তিক অর্থনৈতিক সম্পাদন ব্যবস্থা ,এমবিইডি-ফেজ ওয়ানের বাস্তবায়ন উপভোক্তাদের বিদ্যুৎ ক্রয়ের খরচ কমিয়ে আনার প্রথম ধাপ

Posted On: 08 OCT 2021 12:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ অক্টোবর, ২০২১

 

গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম কমিয়ে আনার লক্ষ্যে বিদ্যুৎ মন্ত্রক বিদ্যুৎখাতে প্রতিযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

গত কয়েক বছরে উৎপাদন ক্ষমতার সংযোজন এবং সুসংহত জাতীয় বিদ্যুৎ গ্রিড এর সাফল্যের সাথে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ফলে বিদ্যুৎ গ্রাহকরা উপকৃত হচ্ছেন।

এটি ব্যাপক ভাবে স্বীকৃত যে, বিদ্যুৎ বাজারের ক্ষেত্রে সংস্কার এবং এক জাতি, এক গ্রিড, এক ফ্রিকোয়েন্সির মাধ্যমে বাজার ভিত্তিক অর্থনৈতিক সম্পাদন ব্যবস্হা বা মার্কেট বেসড ইকনোমিক ডেসপ্যাচ চালু করা গেলে উপভোক্তারাই উপকৃত হবেন। তাদের উল্লেখযোগ্যভাবে বার্ষিক সঞ্চয় হবে।

মার্কেট বেসড ইকোনমিক ডেসপ্যাচ- ফেজ ওয়ান- এর প্রয়োগ ২০২২ সালের ১ এপ্রিল থেকে শুরু করা হচ্ছে। তার আগে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন তাদের রেগুলেশন গুলিকে নিশ্চিত করার জন্য মক ড্রিল করবে।

 

CG/ SB



(Release ID: 1762530) Visitor Counter : 154