স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

স্বাস্থ্য মন্ত্রকের ই-সঞ্জীবনী ১.৩ কোটি পরামর্শ সম্পূর্ণ করলো

Posted On: 04 OCT 2021 6:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ অক্টোবর, ২০২১

 

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের ই-সঞ্জীবনী উদ্যোগ আজ ১.৩ কোটি (১৩ মিলিয়ন) পরামর্শ সম্পূর্ণ করলো। ই-সঞ্জীবনী ভারত সরকারের টেলিমেডিসিন উদ্যোগ। স্বাস্থ্য, পরিষেবা প্রদানে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে এটি সমান্তরাল ভারতীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান ব্যবস্থায় পরিণত হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৯০ হাজার রোগী ই-সঞ্জীবনী প্ল্যাটফর্ম ব্যবহার করে। ই-সঞ্জীবনীর দুটি বিভাগ, চিকিৎসক থেকে চিকিৎসক এবং রোগী থেকে চিকিৎসক সারা ভারতে দূর সঞ্চারের মাধ্যমে পরামর্শ দিচ্ছে। ২০১৯ এ নভেম্বরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা সূচিত ই-সঞ্জীবনীর চিকিৎসক থেকে চিকিৎসক পরিকল্পিত হয় ২০২২ এর ডিসেম্বরের মধ্যে হাব অ্যান্ড স্পোক মডেলের মাধ্যমে ভারত সরকারের আয়ুষ্মান ভারত কর্মসূচীর অধীনে ১ লক্ষ ৫০ হাজার কেন্দ্রকে স্বাস্থ্য এবং সুস্থতা কেন্দ্রে রূপায়িত করা। এটি বর্তমানে ২৭ হাজারেরও বেশি স্বাস্থ্য এবং সুস্থতা কেন্দ্রে কার্যকর। এই স্পোকগুলি পরিষেবিত হচ্ছে প্রায় ৩ হাজারটি হাবের দ্বারা। যেগুলি অবস্থিত জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে।

ই-সঞ্জীবনী রোগী থেকে চিকিৎসক কর্মসূচিটি শুরু হয় ২০২০র ১৩ই এপ্রিল প্রথম লকডাউনের সময়, যখন দেশের রোগীদের বহির্বিভাগগুলি বন্ধ হয়ে যায়। এটির মাধ্যমে ঘরে থেকেই রোগী বহির্বিভাগের পরিষেবা পেতে পারেন। ৪৩০এর বেশি অনলাইন বহির্বিভাগ আছে ই-সঞ্জীবনী রোগী থেকে চিকিৎসক বিভাগে। ৪ হাজারের বেশি চিকিৎসক টেলিমেডিসিন পরামর্শ দিয়ে থাকেন ই-সঞ্জীবনী প্ল্যাটফর্মে। সেন্টার ফর ডেভলপমেন্ট অফ অ্যাডভ্যান্সড কম্পিউটিংএর মোহালি শাখা উন্নয়ন, রূপায়ণ, পরিচালন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। মোহালির দলটি বর্তমানে কাজ করছে প্রথম এই ধরনের অভূতপূর্ব প্ল্যাটফর্মের ক্ষমতা বাড়াতে, যে প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য গতিতে বেড়ে চলেছে। ১০টি রাজ্য ই-সঞ্জীবনী কাজে লাগাতে প্রথম সারিতে আছে। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এখানে মোট পরামর্শ দেওয়া হয়েছে ৩ লক্ষ ৬৯ হাজার ৪৪১। তার মধ্যে চিকিৎসক থেকে চিকিৎসক বিভাগে ৩ লক্ষ ৬১ হাজার ৪৭৫ এবং রোগী থেকে চিকিৎসক বিভাগে ৭ হাজার ৯৬৬।

 

CG/AP/SFS



(Release ID: 1760996) Visitor Counter : 164