শিল্পওবাণিজ্যমন্ত্রক

বুদগাঁও থেকে কাশ্মীরী আখরোটের প্রথম ট্রাক রওনা হয়েছে

Posted On: 04 OCT 2021 12:25PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৪ অক্টোবর, ২০২১

 

সম্প্রতি বুদগাঁও থেকে কাশ্মীরী আখরোটের প্রথম ট্রাক পাঠানো হয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে ‘এক জেলা এক পণ্য’ কর্মসূচির আওতায় ২ হাজার কেজি আখরোটের একটি ট্রাক কর্ণাটকের বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছে। 

দেশে উৎপাদিত আখরোটের ৯০ শতাংশই হলো কাশ্মীরের। এই এলাকার উন্নতমানের সুস্বাদু, আখরোট যথেষ্ট পুষ্টিকর। বিশ্বজুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই এই পণ্যটির স্থানীয় ও বৈদেশিক বাজারে জায়গা করে নেওয়ার অপার সম্ভাবনা রয়েছে। 

‘এক জেলা এক পণ্য’ কর্মসূচি সফলভাবে রূপায়ণের জন্য ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড –এর যুগ্ম সচিব শ্রীমতী সুমিতা দাওরা জম্মু-কাশ্মীরের বাণিজ্যিক উৎসাহদান ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থাগুলির সহযোগিতায় গত ২১ সেপ্টেম্বর এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এরই অঙ্গ হিসেবে কাশ্মীরী আখরোটের ট্রাক কর্ণাটকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, কাশ্মীরে আখরোট পাওয়া যাওয়া সত্ত্বেও ভারতে প্রচুর পরিমাণে বৈদেশিক আখরোট আমদানি করা হয়। এক্ষেত্রে এই পদক্ষেপ বিদেশ থেকে আখরোট আমদানির পরিমাণ কমাবে এবং দেশীয় আখরোটের চাহিদা বৃদ্ধিতে বিশেষ সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। 

 

CG/SS/SKD/



(Release ID: 1760955) Visitor Counter : 179