তথ্যওসম্প্রচারমন্ত্রক

নিউজ অন এআইআর রেডিও লাইভ – স্ট্রিম'এর বিষয়ে বিশ্ব ক্রমতালিকা

Posted On: 01 OCT 2021 1:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ অক্টোবর, ২০২১

 

বিশ্বব্যাপী শীর্ষ এআইআর স্ট্রিম-এর ক্রমতালিকায় বড় পরিবর্তন এসেছে । এআইআর তামিল, এআইআর নিউজ ২৪X৭ এই ক্রমতালিকায় শীর্ষ ১০-এর মধ্যে পুণরায় জায়গা করে নিয়েছে । রেনবো কন্নড় কামানবিলু এবং অস্মিতা মুম্বাই এই ক্রমতালিকা থেকে বাদ পড়েছে । এআইআর চেন্নাই রেনবো এবং এফএম রেনবো মুম্বাই এই ক্রমতালিকায় যথাক্রমে অষ্টম ও দশম স্থান দখল করেছে । 

বিশ্বের শীর্ষ দেশগুলির সর্বশেষ ক্রমতালিকায় গত ১২ সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফিজি এবং কানাডা-এই ৫ পাঁচটি দেশে  নিউজ অন এআইআর অ্যাপে অল ইন্ডিয়া রেডিও-র লাইভ স্ট্রিম সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে । 

শীর্ষ এআইআর স্ট্রিমগুলির জন্য ক্রমতালিকায় অল ইন্ডিয়া রেডিও-র ‘এআইআর রাগম’ –এর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চ্যানেল জার্মানি, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলিতে বেশ জনপ্রিয় । সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান এবং কাতারের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এআইআর কোদাইকানাল ভালো জায়গা করে নিয়েছে । 

নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণীর ২৪০টিরও বেশি রেডিও পরিষেবা সরাসরি সম্প্রচার হয়ে থাকে। এই নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণীর স্ট্রিমগুলির প্রচুর সংখ্যক শ্রোতা রয়েছে । শুধু ভারতেই নয়,৮৫টিরও বেশি দেশে বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি শহরে বহু শ্রোতা ছড়িয়ে রয়েছেন ।চলতি বছরের ১৬-২৯ সেপ্টেম্বর পর্যন্ত পাক্ষিক তথ্যের ওপর ভিত্তি করে এই ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে । 

 

CG/SS/RAB



(Release ID: 1760163) Visitor Counter : 178