প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

৮৯ তম বিমান বাহিনী দিবস : বিমান প্রদর্শনী

प्रविष्टि तिथि: 29 SEP 2021 3:08PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৯ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতীয় বিমান বাহিনী আগামী ৮ অক্টোবর গর্বের সঙ্গে ৮৯ তম বিমান বাহিনী দিবস উদযাপন করতে চলেছে। এই উপলক্ষে গাজিয়াবাদের হিন্দন বিমান বাহিনী ঘাঁটিতে এই উৎসব দিবস উদযাপন ও কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন বিমান আকাশে নানান কৌশল প্রদর্শনীতে অংশ নেবে। বিমান বাহিনীর এই প্রদর্শনীর জন্য আগামী পয়লা অক্টোবর শুক্রবার থেকে অনুশীলন শুরু হবে। 

এএন-৩২ বিমানের মাধ্যমে আকাশ পথে বিখ্যাত ‘আকাশ গঙ্গা’ বাহিনীর পতাকা বহনের মধ্যে দিয়ে সকাল ৮টায় এই প্রদর্শনী শুরু হবে।

ফ্লাইপাস্টে ঐতিহ্যশালী বিমান, আধুনিক পরিবহণকারী বিমান এবং সামনের সারির যুদ্ধ বিমান অংশ নেবে। বিমান বাহিনীর প্রদর্শনীর মধ্যে দিয়ে সকাল ১০টা ৫২ মিনিটে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। 

 

CG/SS/SKD/


(रिलीज़ आईडी: 1759387) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Punjabi , Tamil , Urdu