তথ্যওসম্প্রচারমন্ত্রক

লেহ –তে প্রথম হিমালয়ান চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিবের অংশগ্রহণ

Posted On: 28 SEP 2021 8:16PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৮শে সেপ্টেম্বর, ২০২১

 

তথ্য ও সম্প্রচার সচিব শ্রী অপূর্ব চন্দ্র ৫ দিন ব্যাপী প্রথম হিমালয়ান চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। লাদাখের লেহ –তে সিন্ধু সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত এই উৎসব ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ।

শ্রী চন্দ্র বলেন, উৎকর্ষ , সৃজনশীলতা এবং বিনোদনের একটি যথাযথ মঞ্চ চলচ্চিত্র উৎসব। যার মাধ্যমে স্থানীয় চলচ্চিত্র নির্মাতারা তাদের কাহিনী বৃহৎ শ্রোতা দর্শকের কাছে পৌঁছে দিতে  পারেন। লাদাখ তার অনন্য ভৌগলিক অবস্থানের জন্য চলচ্চিত্র পরিচালকদের কাছে আকর্ষণীয় স্থান। সচিব, লাদাখের তরুণ চলচ্চিত্র পরিচালকদের কাজের প্রশংসা করে বলেন, এই সব পরিচালকরা স্বল্প সময়ের মধ্যে বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের সংস্পর্শে এসে আরো অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এর আগে শ্রী চন্দ্র হিমালয় অঞ্চলের স্বাধীনতা সংগ্রামী এবং “বেস্ট অফ ইন্ডিয়ান সিনেমা ” শীর্ষক দুটি প্রদর্শনী ঘুরে দেখেন। লাদাখ ও জম্মু-কাশ্মীর অঞ্চলের রিজিওনাল আউটরিচ ব্যুরো এই প্রদর্শনী দুটির আয়োজন করে।

 

CG/CB/SFS



(Release ID: 1759195) Visitor Counter : 220