জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

বড় বন্দরগুলিতে মোট বিদ্যুৎ চাহিদার ৬০ শতাংশ পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে মেটাতে অঙ্গীকারবদ্ধ বলে জানালেন শ্রী সর্বানন্দ সোনোয়াল

Posted On: 28 SEP 2021 3:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, দেশের প্রতিটি বড় বন্দরে মোট বিদ্যুৎ চাহিদার ৬০ শতাংশ পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে মেটাতে ভারত অঙ্গীকারবদ্ধ। বর্তমানে বন্দরে মোট বিদ্যুৎ চাহিদার কেবল ১০ শতাংশই পুনর্নবীকরণযোগ্য শক্তি। এই শক্তি সৌরবিদ্যুৎ ও বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে মেটানো হয়। নতুন দিল্লিতে আজ আইএমও-নরওয়ে গ্রিন ভয়েজ, ২০৫০ সম্পর্কিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে ভাষণ দিতে গিয়ে শ্রী সোনোয়াল বলেন, দেশে ২০৩০ সালের মধ্যে বন্দরে ব্যবহৃত যাবতীয় সরঞ্জামের ৫০ শতাংশ চাহিদা বিদ্যুতের মাধ্যমে মেটানো হবে। একইসঙ্গে সমস্ত বন্দর থেকে নোঙর করা জাহাজগুলিতেও বিদ্যুৎ যোগান দেওয়া হবে। তিনি আরও বলেন, ভারতের বন্দরগুলিতে কার্বন নিঃসরণের পরিমাণ ২০৩০-এর মধ্যে প্রতি কার্গো টনে ৩০ শতাংশ কমানোর লক্ষ্য স্থির হয়েছে।

শ্রী সোনোয়াল আরও বলেন, গ্রিন হাউজ গ্যাস নির্গমনের পরিমাণ কমাতে ভারত আইএমও-র নীতি-নির্দেশিকা মেনে কাজ করে এসেছে। এখন গ্রিন ভয়েজ পরিকল্পনা, ২০৫০ অনুযায়ী বন্দরে বিদ্যুতের চাহিদা মেটাতে পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে শক্তি যোগান দেওয়ার পরিকল্পনা হয়েছে। ভারত উভয় ক্ষেত্রেই কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর লক্ষ্যে সঠিক পথেই এগিয়ে চলেছে বলে উল্লেখ করে শ্রী সোনোয়াল জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০৩০ নাগাদ নৌ-বাণিজ্য ক্ষেত্রে নতুন যে পরিকল্পনা গ্রহণ করেছেন তাতে এক প্রগতিশীল নীল অর্থনীতির বিকাশে দীর্ঘস্থায়ী ভিত্তিতে নৌ-বাণিজ্য ক্ষেত্রের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রী সোনোয়াল আরও জানান, আইএমও গ্রিন ভয়েজ, ২০৫০ পরিকল্পনার আওতায় গ্রিন শিপিং সংক্রান্ত পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের জন্য ভারত প্রথম দেশ হিসেবে মনোনীত হয়েছে। 

শ্রী সোনোয়াল বলেন, ভারত আইএমও-র বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত নীতি-নির্দেশিকাগুলি রূপায়ণ করবে যাতে বন্দরে ও জাহাজে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা যায়। এর ফলে গ্রিন হাউজ গ্যাস নির্গমনের মাত্রা কমিয়ে আনার লক্ষ্য পূরণ সহজ হবে। দেশে ইতিমধ্যেই নোঙর করা জাহাজগুলিতে বন্দর থেকে ১৫০ কিলোওয়াটের কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভারত সামুদ্রিক বাস্তুতন্ত্রের সুরক্ষায় আইএমও-র পন্থাপদ্ধতি মেনে কাজ করতে অঙ্গীকারবদ্ধ যাতে গ্রিন হাউজ গ্যাস নির্গমনের কৌশল অনুযায়ী দূষণ সৃষ্টিকারী কার্বন নির্গমনের পরিমাণ ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। 

 

CG/BD/DM/


(Release ID: 1759083) Visitor Counter : 238