শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারত এবং অস্ট্রেলিয়াকে অবশ্যই সরবরাহ শৃঙ্খলে স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও দৃঢ়ভাবে কাজ করতে হবে- বাণিজ্য ও শিল্প, ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্রমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল
Posted On:
27 SEP 2021 5:19PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৭ সেপ্টেম্বর, ২০২১
ভারত এবং অস্ট্রেলিয়ার বাণিজ্যিক চ্যাম্পিয়ান গোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এটি ভারত ও অস্ট্রেলিয়ার নীতি নির্ধারকদের মধ্যে একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে। দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনের অঙ্গ হিসেবে এই প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দেশই কোভিড-১৯ সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে রপ্তানী বৃদ্ধির সম্ভাবনা এবং অর্থনীতি পূর্নগঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। ভারত অস্ট্রেলিয়া বাণিজ্যিক চ্যাম্পিয়ান গোষ্ঠীর আজ এক আলোচনা সভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য, ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্রমন্ত্রী শ্রী পীযুষ গোয়েল। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার ভারতকে সরবরাহ শৃঙ্খলের ক্ষেত্রে গ্লোবাল হাবে পরিণত করতে এবং অর্থনীতির পুনরুজ্জীবনে কাজ শুরু করেছে। এখন সরকার এই বিশ্ব মূল্য শৃঙ্খলে অস্ট্রেলিয়ার সঙ্গে অংশীদার হতে চাই বলেও মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বেসরকারী ক্ষেত্রের বিকাশের পাশাপাশি একটি দেশীয় বাজার গড়ে তোলা প্রয়োজন। এতে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী হবে।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন উভয় দেশের ব্যবসায়িক ক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া কার্যনির্বাহী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। ভারত ও অস্ট্রেলিয়াকে অবশ্যই সরবরাহ শৃঙ্খলের লক্ষ্যে এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করতে হবে বলেও তিনি জানান। শ্রী গোয়েল কোভিড-১৯এর পরবর্তী সময় উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য উচ্ছ্বসিত প্রশংসা জানান। কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার জাতীয় এক জানলা ব্যবস্থাপনা চালু করার মতো একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত-অস্ট্রেলিয়া বাণিজ্যিক চ্যাম্পিয়ান গোষ্ঠীর মূল লক্ষ্যই হল উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা এবং আর্থিক বিকাশের পথ সুগম করে তোলা। এদিনের বৈঠকে অস্ট্রেলিয়া সরকারের বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ দপ্তরের মন্ত্রী ড্যান তেহান বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ ক্ষেত্রে আর্থিক কৌশল এক গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক অংশীদার বিষয় হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী হলে উভয় দেশের মধ্যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। অনুষ্ঠানে বণিক সভা সিআইআই-এর মহানির্দেশক শ্রী চন্দ্রজিৎ ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
CG/SS/NS
(Release ID: 1758720)
Visitor Counter : 191