পর্যটনমন্ত্রক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আগামীকাল পর্যটন মন্ত্রক “নিধি ২.০” ও “ ভারত পর্যটন পরিসংখ্যান – এক নজরে ২০২১” –এর সূচনা করবে

Posted On: 26 SEP 2021 3:41PM by PIB Kolkata

নতুন দিল্লি২৬শে সেপ্টেম্বর২০২১

 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ২৭শে সেপ্টেম্বর নতুন দিল্লিতে পর্যটন মন্ত্রক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের মূল ভাবনা সর্বাঙ্গীন উন্নয়নের জন্য পর্যটন। লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় পর্যটনসংস্কৃতি ও উত্তর পূর্বাঞ্চলীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডিপর্যটন দপ্তরের দুই প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট ও শ্রী শ্রীপাদ যশো নায়েক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পর্যটন সচিব শ্রী অরবিন্দ সিংমন্ত্রকের উর্দ্ধতন আধিকারিকরা ছা়ড়াও বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  

আনলক পর্যায়ে দেশের অভ্যন্তরে পর্যটন শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। কোভিড – ১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী আর্থ-সামাজিক ক্ষেত্রে যে বিরূপ প্রভাব দেখা দিয়েছিলতার থেকে বেরিয়ে আসতে পর্যটন কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিভিন্ন গোষ্ঠীঅঞ্চল এবং নানান জীবিকা, পর্যটনের বিকাশের ফলে ঘুরে দাঁড়াতে পারে। পর্যটনের গুরুত্ব এবং সামাজিকসাংস্কৃতিকরাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ব পর্যটন দিবসে আন্তর্জাতিক স্তরে পর্যটনের বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।  

আগামীকাল অতিথি আপ্যায়নে জাতীয় সুসংহত তথ্য ভান্ডার বা নিধি ২.০ এবং ভারতীয় পর্যটনের পরিসংখ্যান – ২০২১ সালের এক ঝলক প্রকাশিত হবে। পর্যটন মন্ত্রকরাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচী এবং দ্য রেসপন্সেবল ট্যুরিজম সোসাইটি অফ ইন্ডিয়া পর্যটন ক্ষেত্রের প্রসারের জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে।  

 

CG/CB/SFS



(Release ID: 1758430) Visitor Counter : 211