স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দিল্লির এইমসের চিকিৎসকদের গণহারে বদলি সংক্রান্ত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর যে বক্তব্য এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা অসত্য ও বিভ্রান্তিকর

Posted On: 26 SEP 2021 1:41PM by PIB Kolkata

নতুন দিল্লি২৬শে সেপ্টেম্বর২০২১

 

এক শ্রেণীর সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী মনসুখ মান্ডোভিয়ার উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।  ঐ সংবাদে বলা হয়েছেশনিবার এইমসের ৬৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী বলেনদিল্লির এইমসের চিকিৎসকদের গণ বদলি করা হবে। ঐ প্রতিবেদনে আরো বলা হয়েছেদেশের সব এইমসের জন্য একটি বদলি নীতি চালু করা হবে। এই নীতির মাধ্যমে দিল্লির এইমস থেকে চিকিৎসকদের গণ বদলি করা হবে এবং তাদের নতুন নতুন এইমসে পাঠানো হবে।

এখানে স্পষ্ট করে জানানো হচ্ছেএই সংবাদ অসত্য ও বিভ্রান্তিকর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী এধরণের কোনো বিবৃতি দেন নি। শ্রী মান্ডোভিয়া তার ভাষণে জানানএইমস থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দেশের নতুন নতুন এইমসগুলিতে চিকিৎসার কাজে প্রয়োজন হবে। কেন্দ্রীয় মন্ত্রী এসংক্রান্ত যে বিবৃতি দিয়েছেনসেটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন -   https://www.youtube.com/watch?v=QxURRNzEZ8o&t=47s

 

CG/CB/SFS



(Release ID: 1758424) Visitor Counter : 166