পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গুয়াহাটিতে ২৪শে সেপ্টেম্বর শিল্প ও বাণিজ্য জগতে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে
प्रविष्टि तिथि:
23 SEP 2021 3:51PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩ সেপ্টেম্বর, ২০২১
ভারতে তেল ও গ্যাস ক্ষেত্রের বিকাশ হচ্ছে। বিকাশশীল অর্থনীতির কারণে দেশে গ্যাস ও তেলের চাহিদা ক্রমশ বাড়ছে। চাহিদা পূরণে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সম্প্রতি গ্যাস ও তেলের উৎপাদন বৃদ্ধি করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর জন্য বিভিন্ন ধরণের সংস্কারমূলক ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
এই উদ্দেশ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গুয়াহাটিতে ২৪ সেপ্টেম্বর শিল্প ও বাণিজ্য জগতে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের মূল বিষয় ‘উত্তর পূর্বাঞ্চলে পেট্রোলিয়াম ও জ্বালানী ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ’।
অনুষ্ঠানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলী, আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মা, অরুণাচলপ্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়াও পেট্রোলিয়াম ও জ্বালানী ক্ষেত্রে নীতি-নির্ধারকরা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষা জগতের বিশিষ্টজন এবং শিল্প জগতের কর্ণধাররা এখানে অংশ নেবেন।
ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য উত্তর পূর্বাঞ্চলের তেল ও গ্যাস ক্ষেত্রে কৌশলগত গুরুত্ব অপরিসীম। এই অঞ্চলের গ্যাস ও তেল উত্তোলনের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের জন্য ২০৩০ সালে হাইড্রো কার্বন নীতি বাস্তবায়নের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই নীতি বাস্তবায়িত হলে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত হবে, যুব সম্প্রদায়ের মধ্যে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে স্থিতিশীল জ্বালানীর ব্যবহার নিশ্চিত হবে।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1757528)
आगंतुक पटल : 165