বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের উদ্যোগে ভারতে বিশ্বের বৃহত্তম উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে একটি কৌশলগত কর্মশালা

Posted On: 23 SEP 2021 11:42AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৩  সেপ্টেম্বর, ২০২১

 

        বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ভারতে বিশ্বের বৃহত্তম উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে একটি কৌশলগত কর্মশালার আয়োজন করে। ‘সকল ভারতীয়কে যুক্ত করা’ শীর্ষক এই কর্মশালায় সরকারি এবং বেসরকারী সংস্থাগুলির- জিও, এয়ারটেল, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, টেলি যোগাযোগ দপ্তর এবং যোগাযোগ মন্ত্রকের আধিকারিকরা যোগ দেন। দেশের যে সমস্ত গ্রাম এবং শহরে এখনও ইন্টারনেট পৌঁছায়নি সেই সব এলাকায় নেট পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা  হয়।

        প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বের বৃহত্তম সাইবার ভিত্তিক গ্রামীণ ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা ভারত নেটের সফল বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে থাকেন, এই ওয়ার্কশপে এ বিষয়ে আলোচনা হয়েছে। যেসব অঞ্চলে এখনও নেট পরিষেবা পৌঁছায়নি সেখানে এই পরিষেবা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।  

        কর্মশালায় পৌরোহিত্য করে যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর জানান প্রত্যেক ভারতীয় যাতে সুরক্ষিত ও দায়বদ্ধ ইন্টারনেট পরিষেবা পান বর্তমান সরকার তা নিশ্চিত করার জন্য উদ্যোগী হয়েছে। কৌশলগত এই কর্মশালায় সরকারি এবং বেসরকারী সংস্থাগুলি দেশের প্রত্যেককে ইন্টারনেট পরিষেবায় যুক্ত করতে কি কৌশল নেওয়া উচিত সেই বিষয়ে মতবিনিময় করেছে।

 

CG/CB /NS


(Release ID: 1757502) Visitor Counter : 175