প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ব্রিগেডিয়ার এস ভি সরস্বতীকে ২০২০ সালের জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার প্রদান করেছেন

Posted On: 20 SEP 2021 4:30PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০  সেপ্টেম্বর, ২০২১

 

    মিলিটারি নার্সিং সার্ভিসের উপ মহানির্দেশক ব্রিগেডিয়ার এস ভি সরস্বতীকে ২০২০ সালের জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ভার্চুয়াল অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করেন। মিলিটারি নার্সিং সার্ভিস (এমএনএস)ক্ষেত্রে একজন নার্স তথা প্রশাসক হিসেবে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার হল এমন এক সম্মান, যা নিঃস্বার্থ নিষ্ঠা এবং ব্যাতিক্রমী পেশাদারিত্বের জন্য নার্সিং ক্ষেত্রে সর্বোচ্চ জাতীয় স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় । 

    ব্রিগেডিয়ার সরস্বতী অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার বাসিন্দা। ১৯৮৩ সালের ২৮ ডিসেম্বর তিনি এমএনএস-এ যোগদান করেন। সারে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এই কাজ করে চলেছেন। একজন অপারেশন থিয়েটারের নার্স হিসেবে তিনি ৩ হাজারেরও বেশি মানুষের প্রাণ বাঁচিয়েছেন। এমনকি জরুরি সার্জারি ক্ষেত্রেও সহায়তা করেছেন। পাশাপাশি কর্মজীবনে তিনি অপারেশন রুমে নার্সিং প্রশিক্ষণার্থী এবং সহায়ক কর্মীদের প্রশিক্ষণও দিয়েছেন। ব্রিগেডিয়ার সরস্বতী বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে এমএনএস-এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং মৌলিক জীবন সহায়তার জন্য হাজারেরও বেশি সেনা ও তার পরিবারকে প্রশিক্ষণ দিয়েছেন। দেশের বিভিন্ন সেনা হাসপাতাল ও কঙ্গোতে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছেন। এমএনএস-এর উপ মহানির্দেশক হিসেবে কাজ করার পূর্বে তিনি বিভিন্ন স্তরে ক্লিনিক্যাল এবং প্রশাসনিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। 

    সেনাবাহিনী এবং তাদের পরিবারকে অসামান্য নার্সিং পরিষেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ ২০০৫ সালে তিনি জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ কমেন্ডেশন, ২০০৭ সালে রাষ্ট্রসংঘ পদক এবং ২০১৫ সালে চিফ অফ দ্য আর্মি স্টাফ কমেন্ডেশনের পুরস্কার লাভ করেন। 

 

CG/SS/NS


(Release ID: 1756570) Visitor Counter : 175