শিল্পওবাণিজ্যমন্ত্রক

রপ্তানিকারীদের সহায়তায় এবং তাঁদের সমস্যা সমাধানে সরকার দিবারাত্রি ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু করবে : পীযূষ গোয়েল

Posted On: 20 SEP 2021 4:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর,  ২০২১

 

রপ্তানিকারীদের সহায়তায় ও তাঁদের সমস্যা সমাধানে সরকার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসাবে দিবারাত্রি ২৪ ঘণ্টাব্যাপী হেল্পলাইন চালু করতে চলেছে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। দেশব্যাপী অমৃত মহোৎসব সপ্তাহ উদযাপনের সূচনা করে শ্রী গোয়েল একথা জানান। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্যই হ’ল গুণমানসম্পন্ন, উৎপাদনশীলতা, মেধা ও উদ্ভাবনের প্রতীক হিসাবে ব্র্যান্ড ইন্ডিয়া গড়ে তোলা। 

উল্লেখ করা যেতে পারে, বাণিজ্য ও শিল্প মন্ত্রক আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ থেকে সারা দেশে ৭ দিনব্যাপী এক বিশেষ অভিযানের সূচনা করেছে। শ্রী গোয়েল জানান, শিল্প ক্ষেত্রে অগ্রগতি, রপ্তানি, আইন-শৃঙ্খলা, সহজে ব্যবসা-বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে উত্তর প্রদেশ লক্ষ্যণীয় অগ্রগতি করেছে। এই রাজ্যে এখন ব্যবসা-বাণিজ্য অনেক সহজ ও নিরাপদ হয়ে উঠেছে। তিনি আরও জানান, আগামী ২৫ বছর এবং বিশ্বের অগ্রণী দেশ হিসাবে গড়ে তোলার জন্য যৌথভাবে একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

শ্রী গোয়েল বলেন, সামাজিক ক্ষেত্রে সংস্কার উন্নয়নের পথ পাল্টে দিয়েছে। একই সঙ্গে, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, বাড়ি বাড়ি শৌচালয়, সামগ্রিক উন্নয়নের পথে বড় সাফল্য এনে দিয়েছে। কোটি কোটি দেশবাসীর জীবনে পরিবর্তন আনতে বিদ্যুৎ সংযোগ, রান্নার গ্যাস বড় ভূমিকা নিয়েছে এবং সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলেছে। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মন্ত্রক সারা দেশে স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীনতা আন্দোলনের প্রতি প্রকৃত সম্মান ও শ্রদ্ধা জানাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রী গোয়েল বলেন, আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে যে ‘বাণিজ্য শপথ’ অভিযান শুরু হয়েছে, তা গণআন্দোলন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মানসিকতাকেই প্রতিফলিত করে। 

শ্রী গোয়েল আরও জানান, ৭৫ বছর আগে স্বরাজের লক্ষ্যে আমরা অগ্রসর হয়েছিলাম। এখন আমাদের মিশন মোড-ভিত্তিতে ‘আত্মনির্ভর ভারত’ গঠনের লক্ষ্যে একযোগে কাজ করতে হবে। মোদী সরকার এই অভিযানে সবরকম সহায়তা করবে বলে শ্রী গোয়েল জানান। বাণিজ্য ও শিল্প মন্ত্রী আরও জানান, অগ্রগতি ও কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে – কর্পোরেট কর হার হ্রাস, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উদারীকরণ, একক জানালা অনুমোদন ব্যবস্থা প্রভৃতি। 

কোভিড-১৯ চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী শ্রী মোদীর নির্ণায়ক ও সাহসী নেতৃত্বের ফলে দেশীয় অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে এবং রপ্তানি ক্রমশ বাড়ছে বলে শ্রী গোয়েল জানান। এক পরিসংখ্যান দিয়ে মন্ত্রী জানান, ২০১৯-২০-তে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ এবার ১০ শতাংশ বেড়ে ৮১.৭২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। একইভাবে, রপ্তানি বাণিজ্যের পরিমাণ ২০২১-২২ এর প্রথম ত্রৈমাসিকে দাঁড়িয়েছে ৯৫ বিলিয়ন মার্কিন ডলার। 

 

CG/BD/SB



(Release ID: 1756518) Visitor Counter : 150