প্রতিরক্ষামন্ত্রক

বর্ডার রোডস অর্গানাইজেশন বিভিন্ন পদে মহিলাদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ

Posted On: 19 SEP 2021 11:53AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতীয় সমাজে মহিলাদের প্রতি গভীর শ্রদ্ধার অনুভূতি রয়েছে। এক শ্লোকে উল্লেখ করা হয়েছে যে, 'যেখানে একজন মহিলাকে সম্মান করা হয়, সেখানে সৎকর্ম, বিশেষ গুণাবলী, শান্তি এবং সম্প্রীতির সাথে ঈশ্বরের বাসস্থান হয়ে ওঠে। যদি তা করা না হয় তাহলে সমস্ত কাজকর্ম নিষ্ফল হয়ে যায়।'

ভারতে এখন আজাদী কা অমৃত মহোৎসব হিসেবে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করা হচ্ছে। মহিলারাও আজ জাতি গঠনে অগ্রণী এবং শক্তিশালী ভূমিকা নিয়েছে। তাঁদের ন্যায্য ও সমান অধিকার গ্রহণ করতে শুরু করেছে।

বর্ডার রোডস অর্গানাইজেশন ( বি আর ও) বছরের পর বছর ধরে আধিকারিক থেকে শুরু করে বাণিজ্যিক পাইলট লাইসেন্সধারী স্তরে বিপুল সংখ্যক মহিলাকে কর্মস্থলে অন্তর্ভুক্ত করেছে। তাঁদের ক্ষমতা দায়িত্ব এবং কাজের মধ্যে দিয়ে যে তাঁরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন বর্ডার রোডস অরগানাইজেশন তা  দৃঢ়ভাবে ভাবে বিশ্বাস করে। জাতি গঠনের প্রচেষ্টায় মহিলারা সব সময়ই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। এই বিশ্বাসের ভিত্তিতেই এই সংস্থাটি মহিলাদের উচ্চতর নেতৃত্বের দায়িত্ব প্রদান করেছে। এরই পরিপ্রেক্ষিতে একজন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ( জি আর ই এফ) আধিকারিক ইই (সিভিল) শ্রীমতি বৈশালী এস হাইওয়াসে ২০২১ সালের ২৮ এপ্রিল রাস্তা তৈরির দায়িত্বভার গ্রহণ করেছেন। যা মুন্সিয়ারি- বুকদিয়ার- মিলাম সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ ইন্দো-চীন সড়কে পড়েছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও ওই মহিলা আধিকারিক চ্যালেঞ্জ গ্রহণ করে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে তাঁর দায়িত্ব নিবিড় ভাবে সম্পন্ন করেছেন। 

বর্ডার রোডস অর্গানাইজেশন ২০২১-এর ৩০ আগস্ট মাসে আরো একটি ইতিহাস সৃষ্টি করে। উত্তরাখণ্ডের চামুলি জেলার পিপল কোটিতে শিবালিক প্রকল্পের দায়িত্বভার মেজর আয়না নেওয়ার পর তিনি প্রথম ভারতীয় মহিলা সেনা ইঞ্জিনিয়ার যিনি একটি রাস্তা নির্মাণ সংস্থাকে কমান্ড করেছেন। মহিলাদের নেতৃত্বে এরকম চারটি রাস্তা নির্মাণ করার পরিকল্পনা হয়েছে যার দুটি উত্তর-পূর্ব এবং দুটি পশ্চিমাঞ্চলে।

গত ছয় দশক ধরে বর্ডার রোডস অরগানাইজেশন রাস্তা নির্মাণের ক্ষেত্রে মহিলাদের নিযুক্ত করে মহিলাদের ক্ষমতায়নকে বাস্তবায়িত করেছে। এই মহিলারা নিজ নিজ এলাকায় নারী শক্তির প্রতীক হয়ে উঠেছেন।

 

CG/ SB



(Release ID: 1756308) Visitor Counter : 144