রেলমন্ত্রক

স্কিল ইন্ডিয়া মিশনের অগ্রগতিতে ভারতীয় রেল উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে

Posted On: 17 SEP 2021 12:36PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৭ সেপ্টেম্বর, ২০২১

 

আজাদি কা অমৃত মহোৎসবের ৭৫ বছরের অঙ্গ হিসেবে ভারতীয় রেল প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়ণে এবং শিল্প সংক্রান্ত দক্ষতা বিকাশের ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। রেল, যোগাযোগ, বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণ আজ রেল ভবনে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় রেল কৌশল বিকাশ যোজনা কর্মসূচির সূচনা অনুষ্ঠানে একথা জানয়েছেন। অনুষ্ঠানে রেল বোর্ডের সিইও তথা চেয়ারম্যান শ্রী সুনীত শর্মা এবং রেলের অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, আজ একটি শুভ দিন, কারণ সারা দেশে বিশ্বকর্মা পুজো হচ্ছে। এদিন প্রধানমন্ত্রীরও জন্মদিন। তাই কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এই রেল কৌশল বিকাশ যোজনা জন্মদিনের উপহার স্বরূপ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। দক্ষতা উন্নয়নের চিন্তাভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির অবিচ্ছেদ্য অঙ্গ। রেল কৌশল বিকাশ যোজনার আওতায় ৫০ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, এই রেল কৌশল বিকাশ যোজনার আওতায় প্রত্যন্ত অঞ্চলে যুবকদের প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তিন বছরের মেয়াদে ৫০ হাজার প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১ হাজার প্রার্থী প্রশিক্ষণ নিতে পারবেন। ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিস্ট এবং ফিটার মূলত এই চারটি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। বিনামূল্যে এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। এই প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। সেখান থেকে প্রার্থীদের বাছাই করা হবে। আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রশিক্ষণ শেষে প্রার্থীদের শংসাপত্র দেওয়া হবে। সারা দেশে ৭৫টি রেল প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এই চারটি বিভাগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্প শুধুমাত্র যুবদের কর্ম সংস্থানের ক্ষেত্রেই সাহায্য করবে না, পাশাপাশি তাদের স্ব-কর্মসংস্থানের দক্ষতা বিকাশেও সহায়তা করবে। 

 

CG/SS/SKD/



(Release ID: 1755849) Visitor Counter : 218