শিল্পওবাণিজ্যমন্ত্রক
উন্নয়নশীল দেশগুলির বিরুদ্ধে কৃষি সংক্রান্ত ডব্লিউটিও’র চুক্তি সম্পর্কে শ্রী পীযূষ গোয়েল
Posted On:
17 SEP 2021 3:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২১
জি-৩৩ গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের ঘরোয়া বৈঠক ভার্চ্যুয়াল পদ্ধতিতে রবিবার আয়োজিত হয়। ইন্দোনেশিয়ার লক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়, যেখানে গোষ্ঠীভুক্ত দেশগুলি কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। উল্লেখ করা যেতে পারে, জি-৩৩ গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রিপর্যায়ের দ্বাদশ বৈঠক আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে। মন্ত্রিপর্যায়ের এই বৈঠকের আলোচ্য বিভিন্ন বিষয় নিয়ে ঘরোয়া বৈঠকে আলোচনা হয়েছে। ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রী মিঃ মহম্মদ লুথফি এই ঘরোয়া বৈঠকে পৌরহিত্য করেন। বৈঠকে জি-৩৩ গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির মধ্য থেকে ভারত সহ ২১টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ব বাণিজ্য সংস্থার মহানির্দেশক ডঃ নগজি ওকাঞ্জু বৈঠকে মূল ভাষণ দেন।
ভারতের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রিপর্যায়ের দ্বাদশ বৈঠকের প্রেক্ষিতে আস্থাবর্ধক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে দেশগুলি আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। তিনি বিশ্ব বাণিজ্য সংস্থায় কৃষি সংক্রান্ত চুক্তির কথা উল্লেখ করে বলেন, প্রকৃতপক্ষে এই চুক্তি বহু উন্নয়নশীল দেশের স্বার্থ বিরোধী। কারণ, এর ফলে কৃষি ক্ষেত্রে সংস্কার বিঘ্নিত হতে পারে। এই প্রেক্ষিতে তিনি গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে হৃদ্যতা বজায় রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান। শ্রী গোয়েল আরও বলেন, গোষ্ঠীভুক্ত নয় এমন সমমনোভাবাপন্ন দেশগুলিকেও এক ন্যায়সঙ্গত, সামঞ্জস্যপূর্ণ ও উন্নয়নমুখী প্রয়াস গ্রহণে এগিয়ে আসতে হবে।
কৃষি সম্পর্কে বিশ্ব বাণিজ্য সংস্থার বাধ্যবাধকতা পূরণে জি-৩৩ গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রিপর্যায়ের যৌথ বিবৃতি গ্রহণ করার আহ্বান জানিয়ে ঘরোয়া এই বৈঠক শেষ হয়।
CG/BD/SB
(Release ID: 1755848)
Visitor Counter : 202