স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে এ পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণের ৭৬ কোটি ৫৭ লক্ষেও বেশি ডোজ দেওয়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ৬৪ লক্ষ ৫০ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে
কোভিড মুক্ত হওয়ার হার বর্তমানে ৯৭.৬৪ শতাংশ
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন
ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩; মোট সংক্রমিতের ১.০৩ শতাংশ চিকিৎসাধীন
সাপ্তাহিক সংক্রমিতের হার ১.৯৩ শতাংশ, যা গত ৮৩ দিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে

Posted On: 16 SEP 2021 9:31AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২১

 

দেশে এ পর্যন্ত ৭৬,৫৭,১৭,১৩৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৬৪,৫১,৪২৩ জনকে।       

স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০৩,৬৫,৬৪৯ জন টিকার প্রথম ডোজ এবং ৮৬,৪১,৩৬৪ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৪০,৩৩৪ জন প্রথম ডোজ এবং ১,৪২,০৩,১০১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩০,৯১,৭২,৯৩৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪,৮৮,৫১,৫৬৬ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৪,৬২,৫৬,৭২৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬,৫০,০৭,৬৪৪ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ৯,৪৫,১১,১০৮ জন প্রথম ডোজ এবং ৫,০৩,৬৬,৭১১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।       

দেশ জুড়ে টিকাকরণ অভিযানকে আরও দ্রুত করার জন্য কেন্দ্র অঙ্গীকারবদ্ধ।  

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৩০৩ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ৪৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৭.৬৪ শতাংশ।     

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। গত ৮১ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ৫০ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ১.০৩ শতাংশ চিকিৎসাধীন।    

দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গতকাল ১৫ লক্ষ ৭৯ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৫৪ কোটি ৭৭ লক্ষ ১ হাজার ৭২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  

একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার নিম্নমুখী। বর্তমানে এই হার ১.৯৩ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ১.৯৪ শতাংশ। গত ১৭ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের কম আর ১০০ দিন ধরে ৫ শতাংশের কম।   

 

CG/CB/SB


(Release ID: 1755597) Visitor Counter : 168