স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া সফদরজং হাসপাতালে একাধিক স্বাস্থ্য সুবিধা ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন

Posted On: 16 SEP 2021 2:23PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৬ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া আজ সফদরজং হাসপাতালে একাধিক রোগী কেন্দ্রিক সুবিধা ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। হাসপাতালের নতুন ব্লকে তিনি শিশু এবং বয়স্কদের বিশেষ পরিচর্যা কেন্দ্র, পিএম কেয়ার্স তহবিলের আওতায় এক মেট্রিকটন টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় প্রেশার সুইং অ্যাডসর্পশন অক্সিজেন প্ল্যান্ট –এর উদ্বোধন করেছেন। পাশাপাশি এদিন তিনি ‘কোয়ালিটি কি বাথ’ শীর্ষক একটি পুস্তিকাও প্রকাশ করেন। 

এই উদ্বোধন অনুষ্ঠানে শ্রী মান্ডভিয়া জানান, হাসপাতাল এবং চিকিৎসকরা হলেন একই মুদ্রার দুই দিক। একজন অন্যকে ছাড়া কাজ করতে পারেন না। করোনাকাল থেকে দেশের মানুষের রক্ষায় চিকিৎসকেরা নিরন্তর কাজ করে চলেছেন। তাই হাসপাতালের পরিবেশ ও পরিস্থিতি সবসময় চিকিৎসকদের অনুকূলে থাকতে হবে। এতে তারা যথাযথভাবে কাজ করতে পারবেন। সম্প্রতি কয়েকদিন আগে হঠাৎ করে হাসপাতাল পরিদর্শনের কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। রোগী এবং তাদের আত্মীয়দের সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। সরকারি হাসপাতালগুলিকে দেশের মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। 

তরুণ চিকিৎসকদের উৎসাহিত করে তুলতে এদিন কেন্দ্রীয় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের রোগীদের সঙ্গেও কথা বলেন। এই উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ, স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক অধ্যাপক ডাঃ সুনীল কুমার, সফদরজং হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাঃ এসভি আর্য উপস্থিত ছিলেন।  

 

CG/SS/SKD



(Release ID: 1755593) Visitor Counter : 110