ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী কয়লা থেকে গ্যাস উৎপাদন করে জ্বালানি করে হিসেবে ব্যবহার এবং এর দেশীয় প্রযুক্তির উন্নতিসাধনে এক ইকো ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছন; কয়লা থেকে গ্যাস উৎপাদনের বিষয়ে উৎসাহদানের জন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনায় এই মত প্রকাশ করেছেন তিনি

प्रविष्टि तिथि: 16 SEP 2021 5:21PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৬ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রামচন্দ্র প্রসাদ সিং আজ ইস্পাত শিল্প, পরামর্শদাতা, সিএসআইআর- সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ-এর পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধি এবং ইস্পাত মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইস্পাত উৎপাদন ক্ষেত্রে কয়লা থেকে উৎপাদিত গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহারের সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা হয়। 

ইস্পাত মন্ত্রী এদিনের বৈঠকে দেশীয় পদ্ধতিতে কয়লা ভিত্তিক জ্বালানি গ্যাস উৎপাদন পদ্ধতির উন্নতিসাধনের ওপর জোর দেন। শ্রী সিং এই প্রযুক্তি উন্নয়নে সংশ্লিষ্ট সকল পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এই পদ্ধতির উন্নতিসাধন সম্ভব হলে কয়লা আমদানির ওপর নির্ভরতা কমবে এবং আত্মনির্ভর ভারত গঠনের পথ প্রশস্ত হবে। বর্তমান প্রেক্ষাপটে ইস্পাত ক্ষেত্রে কয়লা থেকে উৎপাদিত গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করার বিষয় নিয়ে আলোচনা চলছে। বাণিজ্যিকভাবে এর উৎপাদন সম্ভব হলে নতুন পথ খুলে যাবে। ইস্পাত মন্ত্রী এদিন এই প্রযুক্তির উন্নতিসাধনে বিদ্যুৎ মন্ত্রক, কয়লা মন্ত্রক, খনি মন্ত্রক, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং ইস্পাত শিল্প, পরামর্শদাতা সিএসআইআর-সিআইএমএফআর এবং প্রযুক্তি সরবরাহকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলেও ঘোষণা করেন। 

 

CG/SS/SKD/


(रिलीज़ आईडी: 1755592) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil