রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ভারতে এক দিনে এক কোটি'র বেশি মানুষকে টিকা দেওয়ার মাইলফলক অর্জন কেবলমাত্র নার্সিং কর্মীদের নিরলস প্রয়াস ও কাজের প্রতি আত্মোৎসর্গের কারনেই সম্ভব হয়েছে: রাষ্ট্রপতি কোবিন্দ

Posted On: 15 SEP 2021 11:49PM by PIB Kolkata

নতুন দিল্লি,১৫ সেপ্টেম্বর, ২০২১

 

রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ বলেছেন, ভারতে এক দিনে এক কোটি'র বেশি মানুষকে টিকা দেওয়ার মাইলফলক অর্জন কেবলমাত্র নার্সিং কর্মীদের নিরলস প্রয়াস ও কাজের প্রতি আত্মোৎসর্গের কারনেই সম্ভব হয়েছে।তিনি আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে নার্সিং কর্মীদের জন্য জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের ভাষণে এ কথা জানান। 

রাষ্ট্রপতি বলেন কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের নার্সিং কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। শুধুমাত্র তাদের ধারাবাহিক প্রচেষ্টার কারণেই দেশের জনসংখ্যার এক উল্লেখযোগ্য অংশকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।তিনি জানান, ভারতে একদিনে এক কোটি লোককে টিকা দেওয়ার মাইলফলক অর্জন সম্ভব হয়েছে কেবলমাত্র নার্সদের নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমের কারণে।

রাষ্ট্রপতি বলেন, কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অনেক নার্স প্রাণ হারিয়েছেন।  তিনি উল্লেখ করেন যে,এই পুরস্কার প্রাপকদের মধ্যে একজনের নামও রয়েছে,যিনি কোভিড -১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার সময় তার জীবন হারিয়েছেন।  তিনি বলেন  এই আত্মত্যাগের জন্য, দেশ সর্বদা তার কাছে ঋণী থাকবে।  তিনি জানান কোনও আর্থিক সুবিধার মাধ্যমে কারোরই পরিষেবা এবং ত্যাগের মূল্যায়ন করা যায় না।  তবুও, সরকার মহামারী চলাকালীন নার্সদের অবদানকে স্বীকৃতি জানিয়েছে এবং সমস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা ক্ষেত্রে সুবিধা প্রদানের আওতায় নিয়ে এসে  'প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ প্যাকেজ (পিএমজিকেপি) : কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের জন্য বীমা প্রকল্প' চালু করেছে।

চলতি বছরে নার্স দিবসের বিষয় ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসনীয়।বিভিন্ন স্বাস্থ্য সঙ্কটের মোকাবিলায় নার্সরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।রাষ্ট্রপতি উল্লেখ করেন যে দেশের নার্সরা উদ্ভাবনী এবং চ্যালেঞ্জিং ভূমিকার জন্য নিজেদের মানিয়ে নিচ্ছেন।এ দিনের অনুষ্ঠানে সকল পুরস্কার জয়ী নার্সদের শুভেচ্ছা জানান।রাষ্ট্রপতি বলেন তারা মানুষের সেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।  

 

CG/SS


(Release ID: 1755274) Visitor Counter : 194