ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট লিমিটেড রাজভাষা কীর্তি পুরস্কারে ভূষিত; রাজভাষা ক্ষেত্রে বিশেষ সম্মান

Posted On: 15 SEP 2021 11:51AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২১

 

ইস্পাত মন্ত্রকের অধীন ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট লিমিটেড রাজভাষা ক্ষেত্রে অত্যন্ত মর্যাদাপূর্ণ 'রাজভাষা কীর্তি পুরস্কার'- এ ভূষিত হয়েছে। গতকাল রাজ ভাষা দিবসে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামানিক এবং শ্রী অজয় কুমার মিশ্র ন্যাশনাল মিনারেলস ডেভলপমেন্ট কর্পোরেশনের কার্যনির্বাহী আধিকারিক শ্রী শিব সন্মুগানাথনের হাতে এই পুরস্কার তুলে দেন। ন্যাশনাল মিনারেলস ডেভলপমেন্ট কর্পোরেশন তৃতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।

হিন্দি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ পৌরোহিত্য করেন।

ওই অনুষ্ঠানে ডক্টর শৈলেশ শুক্লা তাঁর প্রকাশনার জন্য রাজভাষা গৌরব পুরস্কার অর্জন করেন।

ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন গত তিন বছর ধরে এই কৃতিত্ব অর্জন করে চলেছে। সরকারি ভাষা হিসেবে প্রশাসনিক কাজে হিন্দির ব্যবহারের পাশাপাশি নিয়মিতভাবে কর্মশালা ও কর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

CG/ SB


(Release ID: 1755082)