বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত শক্তি ক্ষেত্রে আরও বেশি ভারত - মার্কিন সহযোগিতার আহ্বান জানিয়েছেন

Posted On: 14 SEP 2021 3:17PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৪ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত শক্তি ক্ষেত্রে আরও বেশি ভারত - মার্কিন সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আনবিক বা পারমানবিক কর্মসূচির প্রসারে ভারতের অগ্রাধিকারের কথা পুনরায় উল্লেখ করে ডঃ সিং জানান, দূষণ মুক্ত শক্তির ক্ষেত্রে আনবিক শক্তি না কেবল একটি গুরুত্বপূর্ণ উৎস, সেই সঙ্গে স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে এর ব্যাপক প্রয়োগ হয়ে থাকে। 

মার্কিন উপ-শক্তি সচিব ডেভিড এম তুর্ক-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডঃ সিং বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশই পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রে বিশেষ করে জৈব জ্বালানী ও হাইড্রোজেনের মত দূষণ মুক্ত শক্তির উৎসগুলিতে কৌশলগত অংশীদারিত্বে পরিবর্তন আনছে। প্রতিনিধি দলটি আজ নতুন দিল্লিতে ডঃ সিং-এর সঙ্গে সাক্ষাৎ করে। 

ডঃ সিং প্রতিনিধি দলটিকে জানান, আগামী এক দশকে ভারত বর্তমানের তুলনায় তিন গুণ বেশি আনবিক শক্তি উৎপাদনে সক্ষম হবে। বর্তমানে দেশে আনবিক শক্তি উৎপাদন পরিমাণ ৬ হাজার ৭৮০ মেগাওয়াট। এই শক্তির পরিমাণ ২০৩১ নাগাদ ২২ হাজার ৪৮০ মেগাওয়াটে পৌঁছোবে। 

আনবিক শক্তি ক্ষেত্রে যৌথ উদ্যোগ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনার কথা উল্লেখ করে ডঃ সিং বলেন, খাদ্য সংরক্ষণের জন্য গামা বিকিরণ প্রযুক্তি ইতিমধ্যেই বেসরকারি সংস্থার সঙ্গে বিনিময় করা হয়েছে। বর্তমানে সরকারি, আধাসরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৬টি সংস্থা বিভিন্ন খাদ্য পণ্যের সংরক্ষণে বিকিরণ পদ্ধতি কাজে লাগাচ্ছে। তিনি মানব জাতির কল্যাণে সুলভে ক্যান্সার ও অন্যান্য বিরল রোগের চিকিৎসায় মেডিকেল আইসোটোপ উৎপাদনে সরকারি, বেসরকারি ও অংশীদারিত্বের ভিত্তিতে রিসার্চ রিয়েক্টর স্থাপনে প্রস্তাব দেন। 

মার্কিন উপ-শক্তি সচিব ডেভিড এম তুর্ক আশ্বাস দিয়ে জানান, আনবিক শক্তি ক্ষেত্রে ভারতের সঙ্গে তাঁর দেশ সহযোগিতা আরও নিবিড় করবে। গ্রীণ হাইড্রোজেন ক্ষেত্রেও ভারতের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার আশ্বাস দেন তিনি। 

ডঃ সিং আরও বলেন, জৈব জ্বালানী, পুনর্নবিকরণযোগ্য শক্তি এবং গ্রীণ হাইড্রোজেনের দ্রুত ব্যবহার বৃদ্ধির ফলে ভারত কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে প্রস্তুত। ভারত সরকার ইতিমধ্যেই যানবাহন ক্ষেত্রের পাশাপাশি ইস্পাত, সিমেন্ট ও কাঁচ প্রস্তুতকারক সংস্থাগুলিকে হাইড্রোজেন জ্বালানী ও এই সংক্রান্ত প্রযুক্তি প্রয়োগে উৎসাহ দিচ্ছে। 

দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিময় কর্মসূচিতে সহযোগিতার কথা উল্লেখ করে ডঃ সিং বলেন, ভারত সুসংবদ্ধ জৈব জ্বালানী পরিশোধন অভিযান শুরু করার প্রস্তাব করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এই উদ্যোগে সক্রিয় ভাবে সাহায্য করছে। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে মার্কিন - ভারত বিজ্ঞান ও প্রযুক্তি এনডাউমেন্ট ফান্ড দুই দেশের ১১টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। এই সংস্থাগুলি গবেষণা ও উদ্ভাবনের কাজে যুক্ত। 

ডঃ সিং আরও জানান, সারা বিশ্ব দেখেছে গত ৭ বছরে প্রধানমন্ত্রী মোদী কিভাবে জলবায়ু সঙ্কটের মোকাবিলায় গ্রীণ টেকনলোজি বা পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগে বড় ভূমিকা নিয়েছেন। তিনি আরও জানান, এবারের স্বাধীনতা দিবসের ভাষণে মোদী আগামী ২৫ বছরে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা আরও একবার উল্লেখ করেছেন। ডঃ সিং বলেন, যাবতীয় প্রযুক্তিগত উদ্ভাবনের মূল উদ্দেশ্যই হল সাধারণ মানুষের জীবন-যাপন আরও সহজ করে তোলা। 

 

CG/BD/AS/


(Release ID: 1754911) Visitor Counter : 207