আদিবাসীবিষয়কমন্ত্রক

উপজাতি বিষয়ক মন্ত্রক এবং এআইআইএমএস পোষণ মাসের অঙ্গ হিসেবে 'সঠিক পোষণ – দেশ রোশন' মিশনের লক্ষ্যে এনজিও-গুলির জন্য কর্মশালার আয়োজন করেছে

Posted On: 10 SEP 2021 2:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২১

 

পোষণ মাসের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পোষণ ও স্বাস্থ্য বিষয়ে বেসরকারি সংস্থাগুলির জন্য একটি কর্মশালার আয়োজন করেছিল উপজাতি বিষয়ক মন্ত্রক । এই কর্মশালার মূল উদ্দেশ্যই ছিল উপজাতি বিষয়ক মন্ত্রকের সঙ্গে কাজ করা এনজিও-গুলিকে 'সঠিক পোষণ- দেশ রোশন মিশন'এর সঙ্গে যুক্ত করা । আদিবাসী অঞ্চলে স্বাস্থ্যক্ষেত্রের কাজের সঙ্গে যুক্ত ৭০টিরও বেশি এনজিও সংস্থা এই কর্মশালায় যোগ দেয় । 

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের বরিষ্ঠ পুষ্টি বিশেষজ্ঞ শ্রীমতি অনুজা আগরওয়াল স্তন্যদায়িনী মায়েদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তার বিষয়ে ব্যাখ্যা দেন । অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের অপর আরেকজন বরিষ্ঠ পুষ্টি বিশেষজ্ঞ শ্রীমতি রিচা জয়সওয়াল হৃদয়ের সুস্বাস্থ্যের জন্য অনুকূল পুষ্টির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন । পাশাপাশি বয়স ভিত্তিক পুষ্টির চাহিদা বিষয়ে একটি চার্টও এনজিও সদস্যদের সামনে প্রদর্শন করেন । উপজাতি বিষয়ক মন্ত্রকের আওতাধীন উপজাতি স্বাস্থ্য সেল এই কর্মশালার আয়োজন করেছিল । মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ নভজিত্ কাপুর এবং সেলের উপদেষ্টা শ্রীমতি বিনীতা শ্রীবাস্তব উপজাতি জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। উল্লেখ্য, উপজাতি বিষয়ক মন্ত্রক বর্তমানে ৩৫০টিরও বেশি সংস্থার সঙ্গে কাজ করে চলেছে । এই সংস্থাগুলি মূলত অতি বামপন্থী অধ্যুষিত, পার্বত্য, প্রত্যন্ত ও সীমান্ত অঞ্চলে উপজাতি জনগোষ্ঠীর সুস্বাস্থ্যের লক্ষ্যে কাজ করে থাকে । এই জনগোষ্ঠীর কাছে পোষণ মাসের বার্তা ছড়িয়ে দিতেই এধরণের উদ্যোগ নিয়েছে মন্ত্রক । পাশাপাশি পোষণ মাসের অঙ্গ হিসেবে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সঙ্গে উপজাতি বিষয়ক মন্ত্রক যৌথভাবে একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছে ।  

 

CG/SS/RAB



(Release ID: 1753971) Visitor Counter : 125