শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

সরকার রপ্তানিকারকদের সাহায্য করেছে

Posted On: 09 SEP 2021 5:34PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৯ সেপ্টেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ২০২১-২২ অর্থ বর্ষে রপ্তানিকারকদের সুবিধার্থে ৫৬ হাজার ২৭ কোটি টাকা বাজেট বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত এই অর্থ রপ্তানি বিষয়ক উৎসাহদানে খরচ করা হবে। মার্চেন্ডাইজ এক্সপোর্ট ফর্ম ইন্ডিয়া স্কিম (এমইআইএস), সার্ভড ফর্ম ইন্ডিয়া স্কিম (এসইআইএস), স্কিম ফর রিবেট অফ স্টেট লেভিস (আরওএসএল), দ্য রিবেট অফ স্টেট অ্যান্ড সেন্ট্রাল ট্যাক্সেস অ্যান্ড লেভিস (আরওএসসিটিএল) এবং পূর্ববর্তী নীতি সম্পর্কিত অন্যান্য প্রকল্পের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। এতে ৪৫ হাজারেরও বেশি রপ্তানিকারকের সুবিধা হবে। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে ছোট রপ্তানিকারক রয়েছেন। 

বরাদ্দকৃত ৫৬ হাজার ২৭ কোটি টাকার মধ্যে এমইআইএস প্রকল্পে ৩৩ হাজার ১০ কোটি, এসইআইএস প্রকল্পে ১০ হাজার ২ কোটি, আরওএসসিটিএল প্রকল্পে ৫ হাজার ২৮৬ কোটি, আরওএসএল প্রকল্পে ৩৩০ কোটি টাকা খরচ করা হবে। সম্প্রতি কয়েক মাসে ভারতে রপ্তানি ক্ষেত্রে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি বছরের এপ্রিল – আগস্ট মাসে প্রায় ৬৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে। আগামী মাসে এই রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পণ্য রপ্তানির জন্য এমইআইএস-এর আওতায় সমস্ত ক্ষেত্র যেমন ফার্মাসিটিউক্যালস, লোহা ও ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, কেমিক্যালস, কৃষি, মৎস্য চাষ, অটোমোবাইল ইত্যাদি ক্ষেত্রে গত বছরের তুলনায় এবছর রপ্তানি বেড়েছে। ভ্রমণ, পর্যটক এবং আতিথেয়তা ক্ষেত্র সহ পরিষেবা খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ২০১৯-২০ অর্থ বর্ষে এসইআইএস-এর জন্য সুবিধা দাবি করতে পারবেন। এর জন্য ২ হাজার ৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সহায়তার ফলে এক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বৃদ্ধি পাবে। খুব শীঘ্রই একটি অনলাইন আইটি পোর্টাল চালু করা হবে। মহামারীর জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করে দেশে রপ্তানি ক্ষেত্রে ক্রমশই গতি বৃদ্ধি পাচ্ছে। এতে দেশের অর্থনীতির ভিত ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে।  

 

CG/SS/SKD/


(Release ID: 1753790) Visitor Counter : 239