আদিবাসীবিষয়কমন্ত্রক
আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা ঝাড়খণ্ডের খুন্তি জেলায় মায়ের পুষ্টি অভিযানের সূচনা করেছেন
Posted On:
08 SEP 2021 2:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২১
আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা ঝাড়খণ্ডের খুন্তি জেলায় আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে মন্ত্রকের মায়ের পুষ্টি অভিযানের সূচনা করেন। তিনি 'সেহি পোষণ দেশ রোশন' এই বার্তা দেন।
আদিবাসী মহিলাদের স্বাস্থ্য মায়ের পুষ্টি অভিযানের একটি গুরুত্বপূর্ণ দিক। আদিবাসী মহিলাদের পুষ্টির দিকে মনোযোগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় সুবিধাভোগী মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করেন। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টির সুবিধার কথা তিনি তুলে ধরেন।
এ সপ্তাহে বিহারের নওয়াদা জেলার কবাকোল ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকা ঝিলারা গ্রামে একটি পুষ্টি পরামর্শ শিবির এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সমস্ত পঞ্চায়েত সদস্যরা অংশ নিয়েছিলেন।
সেখানে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে শিশুদের ওজন নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মায়েদের জন্য বিশেষ কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছিল। ওই শিবিরে পুষ্টিকর খাদ্য যা মিলতে পারে তা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল।
আদিবাসী বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে শিশুদের পুষ্টির দিকে বিশেষ মনোনিবেশ করা হয়েছে। এ বিষয়ে একলব্য স্কুল গুলিকে কাজে লাগানো হয়েছে। এই স্কুলগুলির মাধ্যমেই শিশুদের পুষ্টি অভিযান সম্পর্কে সচেতন করা হয়েছে।
CG/ SB
(Release ID: 1753372)
Visitor Counter : 174