ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

কেন্দ্র খেলনা, হেলমেট, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য দ্রব্য গুলির গুণমান নিশ্চিত করতে ব্যাপকভাবে পরীক্ষার পরিকল্পনা নিয়েছে

গুণগত মান পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্ট হাউস- এর মাধ্যমে বছরে ২৫ হাজারের কাছাকাছি নমুনা গ্রহণ করা হয়

Posted On: 07 SEP 2021 5:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ সেপ্টেম্বর, ২০২১

 

ভারত একটি দেশ হিসেবে তার জাতি গঠনে কিভাবে গবেষণা, উন্নয়ন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে  গুণমান অব্যাহত রেখেছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ন্যাশনাল টেস্ট হাউস বা এনটিএইচ। আজ ক্রেতা খাদ্য ও গণবন্টন মন্ত্রকের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দেশের উন্নয়নে ন্যাশনাল টেস্ট হাউসের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

ন্যাশনাল টেস্ট হাউস ১৯১২ সালে তৎকালীন রেলওয়ে বোর্ডের অধীনে কলকাতায় স্থাপিত হয়েছিল। তখন থেকেই প্রায় সব ধরনের শিল্প এবং ভোগ্য পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পরীক্ষাগার হিসাবে পরিনত হয়। উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব লীনা নন্দন সাংবাদিকদের জানান, বছরে প্রায় ২৫ হাজার নমুনা পরীক্ষা করা হয়। এমনকি সাইটগুলিও পর্যবেক্ষণ করা হয়। কেবল নির্মাতারাই নয়, উপভোক্তারাও ন্যাশনাল টেস্ট হাউসের মাধ্যমে পণ্যগুলি পরীক্ষা করান।

উপভোক্তা বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব বিনীত মাথুর বলেন, বর্তমান আর্থিক বছরে নেশনাল টেস্ট হাউস কয়েকটি উপকরণের ওপর নমুনা পরীক্ষা করতে চলেছে। বিশেষ করে ন্যানো পার্টিকেল দেখার জন্য। এই টেস্টিং-এর সুবিধা প্রসাধনীর মতো পণ্যগুলির ক্ষেত্রে ন্যানো পার্টিকেল গুলির প্রভাব নির্ণয়ে সাহায্য করবে। ন্যানো পার্টিকেল পরীক্ষার জন্য পরীক্ষা সরঞ্জামগুলি পর্যায়ক্রমে সংগ্রহ করা হবে। এই ধরনের নমুনা পরীক্ষার করার জন্য যন্ত্রপাতি ক্রয় করতে ২ কোটি টাকা খরচ করা হবে বলে তিনি জানান।

যেহেতু পূর্বাঞ্চলে খাদ্য পরীক্ষাগার খুব কম রয়েছে তাই ন্যাশনাল টেস্ট হাউস খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক বা এফ এসএসএআই এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের সহযোগিতায় চলতি বছরে কলকাতায় একটি খাদ্য পরীক্ষার গবেষণাগার স্থাপনের পরিকল্পনা নিয়েছে।

চলতি বছর থেকেই ইমপালস ভোল্টেজ, বাইরের বৈদ্যুতিক সরঞ্জাম এবং এয়ার কন্ডিশনার পরীক্ষা করার সুবিধা গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি মুম্বাই এবং জয়পুরে খেলনা পরীক্ষা এবং চেন্নাইতে হেলমেট পরীক্ষার ইউনিট গড়ে তোলা হচ্ছে।

ন্যাশনাল টেস্ট হাউসের বর্তমানে কলকাতা, মুম্বাই, চেন্নাই, গাজিয়াবাদ, জয়পুর এবং গুয়াহাটি এই ৬টি স্থানে আঞ্চলিক অফিস রয়েছে।

 

CG/SB



(Release ID: 1753021) Visitor Counter : 156