যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

গৃহ ঋণের সুবিধা দিতে ইন্ডিয়া পোষ্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেড কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে

Posted On: 07 SEP 2021 4:33PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৭ সেপ্টেম্বর, ২০২১

 

যোগাযোগ মন্ত্রকের অধীন ডাক বিভাগের ইন্ডিয়া পোষ্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি) এবং দেশের অগ্রণী গৃহ ঋণ পরিষেবা দাতা সংস্থা এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেড (এলআইসিএইচএফএল) আজ গ্রাহকদের গৃহ ঋণ সুবিধা দিতে এক কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। আইপিপিবি-এর ৪ কোটি ৫০ লক্ষের বেশি গ্রাহক গৃহ ঋণের সুবিধা নিতে পারবেন। সারা দেশে ৬৫০টির বেশি শাখা এবং ১ লক্ষ ৩৬ হাজারের বেশি ব্যাঙ্কিং পরিষেবা কেন্দ্রের এক সুবিশাল নেটওয়ার্কের মাধ্যমে আইপিপিবি দেশজুড়ে গ্রাহকদের কাছে এলআইসিএইচএফএল-এর গৃহ ঋণ পরিষেবা পৌঁছে দেবে। 

দুই সংস্থার মধ্যে সমঝোতাপত্র অনুযায়ী এলআইসিএইচএফএল ঋণ পরিষেবা, পরিষেবা পরিচালনা এবং ঋণ সুবিধা প্রদানের কাজ দেখাশোনা করবে। অন্যদিকে, আইপিপিবি ঋণের অর্থ সংস্থান করবে। এলআইসিএইচএফএল-এর সঙ্গে আইপিপিবি-র অংশীদারিত্বের উদ্দেশ্যই হল, ঋণ পরিষেবা ও ব্যাঙ্কিং সুযোগ-সুবিধার সম্প্রসারণ ঘটানো। সেই সঙ্গে দেশের যে সব জায়গায় ব্যাঙ্ক পরিষেবার সুবিধা নেই, সেখানে গ্রাহকদের আর্থিক চাহিদা ও পরিষেবা মেটানো। বর্তমানে আইপিপিবি অগ্রণী বিমা সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন ধরণের জেনারেল ও জীবন-বীমার সুবিধা দিচ্ছে। আইপিপিবি-র প্রায় ২ লক্ষ ডাক কর্মী (পোষ্টম্যান ও গ্রামীণ ডাকসেবক মিলিয়ে) মাইক্রোএটিএম এবং বায়োমেট্রিক উপকরণ সহযোগে বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেবে। এর ফলে, এলআইসিএইচএফএল-এর গৃহ ঋণ পরিষেবার আরও সম্প্রসারণ ঘটবে। 

এলআইসিএইচএফএল-এর সঙ্গে এই সমঝোতাপত্রের তাৎপর্য সম্পর্কে আইপিপিবি-র ম্যানেজিং ডায়রেক্টর তথা মুখ্য-কার্যনির্বাহী আধিকারিক শ্রী ভেঙ্কটরামু বলেছেন, সামগ্রিক বিকাশ অর্জনের ক্ষেত্রে সহজেই গৃহ ঋণের সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একেবারে সূচনার সময় থেকে এখনও পর্যন্ত এবং আগামী দিনগুলিতেও আইপিপিবি আর্থিক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে স্বল্প আয়ের মানুষ এবং ব্যাঙ্ক পরিষেবার বাইরে থাকা মানুষের কাছে ডাকঘরের মাধ্যমে প্রযুক্তি সহযোগে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। 

আইপিপিবি-এর সঙ্গে অংশীদারিত্ব সম্পর্কে এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডায়রেক্টর তথা মুখ্য-কার্যনির্বাহী আধিকারিক শ্রী ওয়াই বিশ্বনাথগৌড় বলেছেন, আইপিপিবি-এর সঙ্গে এই কৌশলগত সমঝোতা দেশের দূর-দূরান্তেও গৃহ ঋণের সুবিধা পৌঁছে দিয়ে সংস্থার বাজার অংশীদারিত্বকে আরও বৃদ্ধি করবে। ডাকঘরের সুবিশাল নেটওয়ার্কের মাধ্যমে দীর্ঘস্থায়ী ভিত্তিতে ব্যাবসায়িক লেনদেনের অগ্রগতির দিক থেকে এই অংশীদারিত্বের বিশেষ তাৎপর্য রয়েছে। 

বেতনভুক কর্মচারীদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণের ক্ষেত্রে এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেড ৬.৬৬ শতাংশ হারে সুদ নিয়ে থাকে। 

 

CG/BD/AS/



(Release ID: 1753015) Visitor Counter : 234