বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
জৈব প্রযুক্তি দপ্তরের কোভিড সুরক্ষা প্রকল্পে সাহায্যপ্রাপ্ত বায়োলজিক্যাল ই লিমিটেডের কোভিড প্রতিরোধী টিকা করবেভ্যাক্স ডিসিজিআই-এর দুটি পরীক্ষার অনুমতি পেয়েছে
Posted On:
03 SEP 2021 1:25PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩ সেপ্টেম্বর, ২০২১
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের জৈব প্রযুক্তি দপ্তর কোভিড-১৯ টিকার গবেষণা, উদ্ভাবন এবং উৎপাদনের জন্য কোভিড সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে। সুরক্ষিত, কার্যকর, ব্যয়সাশ্রয়ী ও সহজলভ্য কোভিড-১৯ প্রতিরোধী টিকা দেশের প্রত্যেকে যাতে পান সেটি নিশ্চিত করাই এই কর্মসূচির অঙ্গ। এর মাধ্যমে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে।
জৈব প্রযুক্তি দপ্তরের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বায়ো টেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসটেন্স কাউন্সিল (বাইরেক) বায়োলজিক্যাল ই সংস্থার কোভিড প্রতিরোধী টিকার পরীক্ষা-নিরীক্ষার তৃতীয় পর্বটিকে সাহায্যের জন্য কোভিড সুরক্ষা মিশনে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে।
বায়োলজিক্যাল ই টিকার তৃতীয় পর্বের পরীক্ষা-নিরীক্ষার জন্য কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমতি পেয়েছে। এর মাধ্যমে প্রাপ্ত বয়স্কদের জন্য এই টিকা কতটা সুরক্ষিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সে বিষয়ে ধারণা পাওয়া যাবে। টিকাটির প্রথম এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার পর তৃতীয় পর্বে এই পরীক্ষা শুরু হবে। এছাড়াও করবেভ্যাক টিকা শিশু-কিশোরদের কতটা সুরক্ষিত, সহনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য এর দ্বিতীয়/তৃতীয় পর্বের পরীক্ষার অনুমতিও দেওয়া হয়েছে।
বাইরাকের চেয়ারপার্সন এবং জৈব প্রযুক্তি দপ্তরের সচিব ডাঃ রেনু স্বরূপ জানান আত্মনির্ভর ভারত ৩.০ প্যাকেজের আওতায় কোভিড টিকার উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন কাজে তাঁরা সাহায্য করছেন। এই টিকার বিষয়েও তাঁরা আশাবাদী বলে জানিয়েছেন। বায়োলজিক্যাল ই-র ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতি মহিমা দাতলা বাইরাকের সাহায্যের জন্য জৈব প্রযুক্তি বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। ডিসিজিআই-এর অনুমতি পাওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত বলে শ্রীমতি দাতলা জানান।
CG/CB/NS
(Release ID: 1752150)
Visitor Counter : 313