গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে দেশব্যাপী এমজিএনআরইজিএ অধিকার সচেতনতা সপ্তাহ উদযাপন

Posted On: 03 SEP 2021 1:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২১

 

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে মহাত্মা গান্ধী এনআরইজিএ আইনের আওতায় শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এমজিএনআরইজিএ অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। চলতি বছরের ২৭ অগাস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত এই সপ্তাহ উদযাপন করা হয়। 

এর অঙ্গ হিসাবে সাধারণ মানুষের কাছে এমজিএনআরইজিএ – এর অধিকার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক উদ্যোগ নেওয়া হয়। জেলা, ব্লক ও গ্রাম পাঞ্চায়েতস্তরে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শ্রমিকদের সুবিধার্থে বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েত ভবনে গ্রামসভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলিতে মহাত্মা গান্ধী এনআরইজিএ আইনের আওতায় সুবিধাভোগী, শ্রমিক, কর্মচারী এবং রাজ্য/কেন্দ্রাশাসিত অঞ্চলের আধিকারিকরা উৎসাহের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হ’ল মহাত্মা গান্ধী এনআরইজিএ প্রকল্প থেকে সার্বিক সুবিধা ও অধিকারগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা। উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫ সপ্তাহব্যাপী আজাদি কা অমৃত মহোৎসবের সূচনা করেছিলেন।  

 

CG/SS/SB


(Release ID: 1752139) Visitor Counter : 291