অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

রাজ্যগুলিতে বিমান পরিষেবা পরিকাঠামোর সুদৃঢ়করণ

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী তেলেঙ্গানা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন

Posted On: 02 SEP 2021 2:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদ্য মাধবরাও সিন্ধিয়া তেলেঙ্গানা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে এই দুই রাজ্যে বিমান পরিবহণ পরিকাঠামো আরও সুদৃঢ় করতে ব্যক্তিগত ভাবে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। 

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী শ্রী কে চন্দ্রশেখর রাও-কে লেখা চিঠিতে শ্রী সিন্ধিয়া হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ছাড় সংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। চিঠিতে শ্রী সিন্ধিয়া বলেছেন, ২০০৪-এর ২০ ডিসেম্বর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের মধ্যে বিমানবন্দর ব্যবহারের প্রেক্ষিতে ছাড় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী বিমানবন্দরের উন্নয়ন, পুনর্নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের বিষয়টি নিয়ে উভয় পক্ষই সম্মত হয়। চিঠিতে শ্রী সিন্ধিয়া চুক্তি অনুযায়ী ২০৩৮-এর ২৩ মার্চ পর্যন্ত ছাড় সুবিধার কথা উল্লেখ করে আরও ৩০ বছর অর্থাৎ ২০৬৮ সালের ২৩ মার্চ পর্যন্ত এই সুবিধা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের ছাড় সুবিধার মেয়াদ সম্প্রসারণের অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে। 

শ্রী সিন্ধিয়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে আঞ্চলিক উড়ান যোগাযোগ কর্মসূচির আওতায় ওয়ারঙ্গল বিমানবন্দরকে অন্তর্ভুক্ত করার বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। শ্রী সিন্ধিয়া বলেন, হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে ওয়ারঙ্গল বিমানবন্দরের মধ্যে আকাশপথে দূরত্ব ১৫০ কিলোমিটার। তাই এই বিমানবন্দরটির মানোন্নয়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। 

একই ভাবে শ্রী সিন্ধিয়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কর্ণড কে সাংমাকে লেখা চিঠিতে রাজ্যের তারু বিমানবন্দর চালু করার কাজ দ্রুত শেষ করার জন্য ব্যক্তিগত ভাবে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে শ্রী সিন্ধিয়া বলেছেন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক দেশে যে সমস্ত বিমানবন্দর থেকে বর্তমানে পরিষেবা নেই, সেগুলির মানোন্নয়ন ঘটিয়ে পরিষেবা পুনরায় চালু করতে উড়ান কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতে আঞ্চলিক পর্যায়ে বিমান যোগাযোগ পরিষেবার প্রসার ঘটানোর ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, শিলং থেকে তারু বিমানবন্দর রুটে হেলিকপ্টার পরিষেবা শুরু করার দরপত্র আহ্বান করা হয়েছে। এমনকি, গুয়াহাটি বিমানবন্দর থেকে তারু বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালু করার পরিকল্পনা করা হয়েছে। খুব শীঘ্রই সমগ্র বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে শ্রী সিন্ধিয়া চিঠিতে উল্লেখ করেছেন। তিনি ওই চিঠিতে আরও কয়েকটি বিষয়ে শ্রী সাংমার দৃষ্টি আকর্ষণ করেছেন। এরমধ্যে রয়েছে, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে তারু বিমানবন্দর অধিগ্রহণে ২০১৩-তে রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত খসড় সমঝোতাপত্র, ছোট বিমানবন্দরগুলি থেকে এটিআর-৭২ শ্রেণীর বিমান পরিষেবা শুরু করা, তারু বিমানবন্দরে মানোন্নয়নে ১৮৩ কোটি টাকার বেশি খরচের পরিকল্পনা প্রভৃতি। এছাড়াও এই বিমানবন্দর সম্প্রসারণে অতিরিক্ত ১১৫ একর জমি অধিগ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

 

CG/BD/AS/ 



(Release ID: 1751442) Visitor Counter : 172